পোস্টাল ব্যালট নিবন্ধনের সময় বাড়লো

আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৫, ০৫:৩৬ পিএম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট পোস্টাল ব্যালটে ভোট দিতে আবারও নিবন্ধনের সময় বাড়ালো নির্বাচন কমিশন (ইসি)। এক্ষেত্রে আগামী বছরের ৫ জানুয়ারি পর্যন্ত পোস্টাল ব্যালটে নিবন্ধন করতে পারবেন প্রবাসী এবং ভোটের কাজে নিয়োজিত সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।
 
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ইসির ভবনে নিজ দপ্তরের সামনে সাংবাদিকদের এসব তথ্য জানান নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। 

তিনি বলেন, পোস্টাল ব্যালটে ভোট দিতে নিবন্ধনের সময় আগামী বছরের ৫ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে। এরপর আর এ সময় বাড়ানোর কোনো সুযোগ থাকবে না।

 
 গত ১৯ নভেম্বর থেকে বিভিন্ন দেশে বসবাসকারীদের নিবন্ধন শুরু হয়, যা প্রথম ধাপে ২৫ ডিসেম্বর পর্যন্ত থাকলেও পরে তা বৃদ্ধি করে ৩১ ডিসেম্বর পর্যন্ত করা হয়। এরপর আজ মঙ্গলবার এ সময় বৃদ্ধি করা হলো। 
 
যেসব দেশে নিবন্ধন চলছে, সেগুলোর মধ্যে রয়েছে, বাংলাদেশ,দক্ষিণ কোরিয়া, জাপান, দক্ষিণ আফ্রিকা, চীন, মিশর, মোজাম্বিক, লিবিয়া, মরিশাস, হংকং, ব্রাজিল, উগান্ডা, ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো, ইথিওপিয়া, নাইজেরিয়া, লাইবেরিয়া, বতসোয়ানা, কেনিয়া, রুয়ান্ডা, আলজেরিয়া, অ্যাঙ্গোলা, তানজানিয়া, সোমালিয়া, ঘানা, গিনি, মরক্কো, দক্ষিণ সুদান, চিলি, সিয়েরা লিওন, ইকুয়েডর, তাইওয়ান, আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, গাম্বিয়া, পেরু, জিম্বাবুয়ে, যুক্তরাষ্ট্র ইত্যাদি। মোট নিবন্ধন করেছেন (দুপুর ৪ টা পর্যন্ত) ১০ লাখ ৫০  হাজার ৩৮২ জন। এই সংখ্যা প্রতি দিন বাড়ছে। 
 
ইসির তফসিল অনুযায়ী মনোনয়নপত্র বাছাই হবে ৩০ ডিসেম্বর থেকে ২০২৬ সালের ৪ জানুয়ারি পর্যন্ত। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি। আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত সময়ে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ করবেন ২১ জানুয়ারি। নির্বাচনি প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি। প্রচার চালানো যাবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত। আর ভোট গ্রহণ করা হবে ১২ ফেব্রুয়ারি।

FJ
আরও পড়ুন