ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে

তৃতীয় দফায় শাহবাগ অবরোধ ইনকিলাব মঞ্চের

আপডেট : ০২ জানুয়ারি ২০২৬, ০৫:৩৪ পিএম

ওসমান হাদির হত্যার বিচার দাবিতে তৃতীয়বারের মতো রাজধানীর শাহবাগ চত্বর অবরোধ করেছে ইনকিলাব মঞ্চ।

শুক্রবার (২ জানুয়ারি) জুমার নামাজ শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন সংগঠনটির নেতাকর্মীরা। পরে তারা শাহবাগ মোড়ে গিয়ে অবস্থান নেন।

অবরোধ কর্মসূচিতে বক্তব্য রাখেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের। এ সময় আবদুল্লাহ আল জাবের রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেন, কোনো বৈঠক হলে তা হতে হবে প্রকাশ্য। গোপন বৈঠক বা বিদেশি শক্তির সঙ্গে কোনো ধরনের গোপন সমঝোতা মেনে নেওয়া হবে না।

তিনি বলেন, `বাংলাদেশ চারপাশ থেকে আধিপত্যবাদী চাপের মুখে রয়েছে। আমরা যেকোনো দেশের আধিপত্যবাদের বিরুদ্ধেই কথা বলব-তা ভারত হোক বা যুক্তরাষ্ট্র। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব কোনোভাবেই বিকিয়ে দেওয়া হবে না।'

ওসমান হাদির আত্মত্যাগের কথা স্মরণ করে তিনি আরও বলেন, হাদি তাদের এই আন্দোলনের পথ দেখিয়ে গেছেন। তার দেখানো পথেই সব ধরনের আধিপত্যবাদের বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তিনি।

ইনকিলাব মঞ্চের নেতারা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে।

FJ
আরও পড়ুন