২০ জানুয়ারির মধ্যে হাদি হত্যার বিচারের চূড়ান্ত সিদ্ধান্ত চাই: ইনকিলাব মঞ্চ

আপডেট : ০২ জানুয়ারি ২০২৬, ০৬:২১ পিএম

ওসমান হাদি হত্যার বিচার কার্যক্রমের চূড়ান্ত সিদ্ধান্ত আগামী ২০ জানুয়ারির মধ্যে দেওয়ার দাবি জানিয়েছে ইনকিলাব মঞ্চ।

শুক্রবার (২ জানুয়ারি) বিকেলে রাজধানীর শাহবাগে আয়োজিত এক বিক্ষোভ মিছিলে এই আলটিমেটাম দেন সংগঠনের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের।

ইনকিলাব মঞ্চের সদস্য সচিব বলেন, ‘আগামী ৭ তারিখ পর্যন্ত চার্জশিট দাখিলের সময়সীমা আমরা বেঁধে দিয়েছি। এরপরে আমরা চূড়ান্ত আন্দোলনে নামবো। শনিবার (৩ জানুয়ারি) থেকে মঙ্গলবার (৬ জানুয়ারি) পর্যন্ত মার্চ ফর ইনসাফ কর্মসূচি পালন করবো।’

আল জাবের বলেন, ‘আগামী ৩ দিন বাংলাদেশপন্থি সব রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করবে ইনকিলাব মঞ্চ। আগামী ২০ তারিখের মধ্যে বিচার কার্যক্রমের একটা চূড়ান্ত সিদ্ধান্ত দিতে হবে। আমরা তাদেরকেই ক্ষমতায় নিয়ে আসবো, যারা দিল্লির কাছে দেশকে বর্গা দেবে না, যারা ওসমান হাদির খুনিদের বিচার নিশ্চিত করবে।’

NB/FJ
আরও পড়ুন