এলপিজি সিলিন্ডার গ্যাসের মূল্য সমন্বয় না করায় সোমবার থেকে নাটোর জেলায় অনির্দিষ্টকালের জন্য গ্যাস সরবরাহ বন্ধের ঘোষণা দিয়েছেন জেলার সিলিন্ডার গ্যাস ব্যবসায়ীরা।
রোববার (৪ জানুয়ারি) সন্ধ্যায় নাটোর শহরের চকরামপুর এলাকার একটি হোটেলে নাটোর এলপিজি গ্যাস ব্যবসায়ী সমিতির আয়োজনে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে সংগঠনের সাধারণ সম্পাদক খন্দকার মাহমুদ রনি বলেন, সরকারের পক্ষে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম নির্ধারণ করেছে ১ হাজার ৩০৬ টাকা। তবে এই দামে গ্যাস কোম্পানিগুলো থেকে সিলিন্ডার সংগ্রহ করা সম্ভব হচ্ছে না। ফলে সরকার নির্ধারিত মূল্যে গ্যাস বিক্রি করতে গিয়ে ডিলারদের লোকসান গুনতে হচ্ছে।
তিনি আরও বলেন, বর্তমান পরিস্থিতিতে নির্ধারিত মূল্যে গ্যাস বিক্রি করা বাস্তবসম্মত নয়। তাই সিলিন্ডার প্রতি মূল্য সমন্বয় করে ১ হাজার ৩৫০ টাকা নির্ধারণের দাবি জানানো হচ্ছে। দাবি মানা না হলে খুচরা পর্যায়ে সব ধরনের এলপিজি সিলিন্ডার গ্যাসের সরবরাহ অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হবে।
সীমান্তে বিএসএফের হাতে আটক বাংলাদেশির মৃত্যু
