ইরানে বিক্ষোভ: তেহরানের ৬ হাসপাতালেই ২ শতাধিক মৃত্যুর দাবি

আপডেট : ১০ জানুয়ারি ২০২৬, ০৯:৫৯ এএম

ইরানে চলমান সরকারবিরোধী আন্দোলন এক ভয়াবহ রক্তক্ষয়ী পরিস্থিতির দিকে মোড় নিয়েছে। অর্থনৈতিক সংকটের প্রতিবাদে শুরু হওয়া এই বিক্ষোভ এখন সরাসরি শাসকগোষ্ঠী পতনের আন্দোলনে রূপ নিয়েছে।

মার্কিন সংবাদমাধ্যম 'টাইম' সাময়িকীকে দেওয়া এক সাক্ষাৎকারে তেহরানের এক চিকিৎসক দাবি করেছেন, রাজধানীর মাত্র ছয়টি হাসপাতালেই অন্তত ২১৭ জন বিক্ষোভকারীর মৃত্যুর রেকর্ড রয়েছে, যাদের অধিকাংশই গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারিয়েছেন।

নাম প্রকাশ না করার শর্তে ওই চিকিৎসক জানান, নিহতদের বেশিরভাগই তরুণ। গত শুক্রবার হাসপাতালগুলো থেকে মরদেহ সরিয়ে নিয়েছে কর্তৃপক্ষ। তবে হতাহতের এই বিশাল সংখ্যার বিষয়ে ইরান সরকারের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

এদিকে, ইরানি মানবাধিকার সংগঠন এইচআরএএনএ (HRANA) শুক্রবার জানায়, গত ২৮ ডিসেম্বর বিক্ষোভ শুরু হওয়ার পর থেকে অন্তত ৬২ জন নিহত হয়েছেন। এদের মধ্যে ১৪ জন নিরাপত্তা বাহিনীর সদস্য এবং ৪৮ জন বিক্ষোভকারী।

অন্যদিকে, ওয়াশিংটন ভিত্তিক হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সি অন্তত ৬৩ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে। তুর্কি বার্তা সংস্থা আনাদোলু জানিয়েছে, বৃহস্পতিবার কেরমানশাহ শহরে বিক্ষোভকারীদের সাথে সংঘর্ষে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) আট সদস্য নিহত হয়েছেন।

বিক্ষোভের খবর যেন বহির্বিশ্বে ছড়াতে না পারে, সেজন্য গত বৃহস্পতিবার রাত থেকে ইরানজুড়ে ইন্টারনেট ও টেলিযোগাযোগ ব্যবস্থা প্রায় সম্পূর্ণ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। বর্তমানে ইরানের ৩১টি প্রদেশেই বিক্ষোভ ছড়িয়ে পড়েছে।

শান্তিপূর্ণ প্রতিবাদ হিসেবে শুরু হলেও ক্ষুব্ধ জনতা এখন সরকারি স্থাপনায় হামলা চালাচ্ছে। এমনকি বিপ্লবী গার্ড বাহিনীর প্রয়াত কমান্ডার কাসেম সোলাইমানির ভাস্কর্য ভাঙচুর করার খবরও পাওয়া গেছে।

DR
আরও পড়ুন