চলমান বিপিএলে বিসিবির দুর্নীতি দমন ইউনিটের (এসিইউ) অতিরিক্ত কড়াকড়িতে চরম অসন্তোষ প্রকাশ করেছেন ঢাকা ক্যাপিটালসের আফগান তারকা রহমানউল্লাহ গুরবাজ।
গত শুক্রবার (৯ জানুয়ারি) আচমকা গুরবাজের রুমে বিসিবির ইন্টেগ্রিটি ইউনিটের প্রবেশের ঘটনায় তিনি এতটাই বিরক্ত হয়েছেন যে, একপর্যায়ে টুর্নামেন্ট ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্তও নিতে চেয়েছিলেন।
রোববার (১১ জানুয়ারি) ঢাকা ক্যাপিটালসের হারের পর সংবাদ সম্মেলনে অধিনায়ক মোহাম্মদ মিঠুন গুরবাজের এই মানসিক অবস্থার কথা জানান।
মিঠুন বলেন, ‘গুরবাজ বিশ্বজুড়ে আইপিএলসহ বড় বড় ফ্র্যাঞ্চাইজি লিগ খেলে বেড়ায়, তার একটা নামডাক আছে। এই ঘটনায় ও খুবই ‘ডিস্টার্বড’ এবং মানসিকভাবে বিপর্যস্ত। এর প্রভাব দলের ওপরও পড়ছে।’
গুরবাজের চলে যাওয়ার গুঞ্জন নিয়ে মিঠুন জানান, এ নিয়ে আলোচনা হয়েছিল এবং আফগানিস্তান ক্রিকেট বোর্ডেরও কিছু গাইডলাইন ছিল। যদিও পরে বিষয়টির সমাধান হয়েছে, তবে মাঠের বাইরে এমন ঘটনা খেলোয়াড়দের পারফরম্যান্সে প্রভাব ফেলছে বলে মনে করেন তিনি।
মিঠুন আরও যোগ করেন, পেশাদার খেলোয়াড় হিসেবে মাঠের বাইরের ঘটনা এড়িয়ে পারফরম্যান্সে মনোযোগী হওয়া জরুরি, তবে গুরবাজের মতো তারকা খেলোয়াড় মানসিকভাবে স্বস্তিতে না থাকলে তা দলের জন্য বড় ক্ষতির কারণ হতে পারে।
রিয়ালকে হারিয়ে সুপার কাপের শিরোপা জিতলো বার্সেলোনা
বিশ্বকাপ নিয়ে জয় শাহকে কঠিন পরীক্ষায় ফেলেছে বাংলাদেশ
