সীমান্ত থেকে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ

আপডেট : ১২ জানুয়ারি ২০২৬, ১১:৫২ এএম

কুড়িগ্রামের রৌমারী সীমান্তে গুলিবর্ষণ করে মিস্টার আলী (২৫) নামের এক বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

সোমবার (১২ জানুয়ারি) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার রৌমারী সদর ইউনিয়নের খাটিয়ামারী সীমান্তের আন্তর্জাতিক ১০৬২-১০৬৩ নম্বর সীমানা পিলার এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক মিস্টার আলী রৌমারী সদর ইউনিয়নের রতনপুর গ্রামের আব্দুস সালামের ছেলে। স্থানীয় ইউপি সদস্য শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয় ও বিজিবি সূত্রে জানা গেছে, সোমবার ভোরে ১০-১২ জনের একটি দল খাটিয়ামারী সীমান্তে কাঁটাতারের ওপর দিয়ে কম্বল পারাপার করছিল। এ সময় ভারতের আসাম রাজ্যের মানকারচর শাহপাড়া ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এতে অন্যরা পালিয়ে যেতে সক্ষম হলেও আলীকে বিএসএফ সদস্যরা ধরে ক্যাম্পে নিয়ে যায়।

জামালপুর ৩৫ বিজিবির অধীন মোল্লাচর বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার ফখরউদ্দিন জানান, ১০৬৩ নম্বর পিলার এলাকা থেকে এক যুবককে ধরে নিয়ে যাওয়ার বিষয়টি তারা শুনেছেন। এ বিষয়ে রৌমারী সদর বিজিবি ক্যাম্পের পক্ষ থেকে বিএসএফের সঙ্গে যোগাযোগের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

DR/AHA
আরও পড়ুন