রাজধানীর সরকারি সাতটি কলেজকে নিয়ে প্রস্তাবিত ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’ গঠনের দাবিতে ফের উত্তাল হয়ে উঠেছে ঢাকার রাজপথ। প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশের হালনাগাদকৃত খসড়ার দ্রুত অনুমোদন ও রাষ্ট্রপতির পক্ষ থেকে চূড়ান্ত অধ্যাদেশ জারির দাবিতে সাইন্সল্যাব মোড় অবরোধ করে রেখেছেন শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার পর থেকে এই অবরোধ কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা। পূর্ব ঘোষণা অনুযায়ী, ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ এবং বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীরা মিছিল নিয়ে এসে সাইন্সল্যাব মোড়ে অবস্থান নেন।
শিক্ষার্থীদের এই অবরোধের ফলে মিরপুর রোডসহ আশপাশের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা; অনেককেই বাস থেকে নেমে পায়ে হেঁটে গন্তব্যে রওনা হতে দেখা গেছে।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানিয়েছেন, দীর্ঘ প্রতীক্ষার পর সাত কলেজকে নিয়ে পৃথক বিশ্ববিদ্যালয় গঠনের ঘোষণা এলেও চূড়ান্ত অধ্যাদেশ জারিতে অযথা বিলম্ব করা হচ্ছে। একে কর্তৃপক্ষের ‘টালবাহানা’ হিসেবে আখ্যায়িত করে তারা বলেন, অবিলম্বে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ অধ্যাদেশ জারি না করা পর্যন্ত তারা সড়ক ছাড়বেন না। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই অবরোধ কর্মসূচি চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা।
বর্তমানে সাইন্সল্যাব এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং বিপুল সংখ্যক পুলিশ সদস্যকে সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে।
তিন মোড়ে ৭ কলেজ শিক্ষার্থীদের অবরোধ: স্থবির ঢাকা
সাকিবুল হত্যার বিচার দাবিতে ফার্মগেটে সড়ক অবরোধ
