প্রতীক বরাদ্দের পর বৃহস্পতিবার (২২ জানুয়ারি) থেকে সারাদেশে আনুষ্ঠানিকভাবে শুরু হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা। নির্বাচনি আইন অনুযায়ী, আজ সকাল থেকে শুরু হওয়া এই প্রচার চলবে আগামী ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। একই দিনে ‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়নে গণভোটও অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
নির্বাচনি প্রচারণার প্রথম দিনেই রাজপথে বড় শো-ডাউনের প্রস্তুতি নিয়েছে রাজনৈতিক দলগুলো। আজ সকালে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে নির্বাচনি সমাবেশের মাধ্যমে প্রচারণা শুরু করতে যাচ্ছে বিএনপি। দলটির চেয়ারম্যান তারেক রহমান আজকের দিনে সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, নরসিংদী ও নারায়ণগঞ্জের আড়াইহাজারসহ মোট সাতটি জেলায় নির্বাচনি সমাবেশে অংশ নেবেন। তারেক রহমান ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এদিকে, বেলা ২টায় রাজধানীর মিরপুর আদর্শ স্কুল মাঠে নির্বাচনি জনসভার আয়োজন করেছে জামায়াতে ইসলামী। দলটির আমির ডা. শফিকুর রহমান (ঢাকা-১৫ আসন) ও ১০-দলীয় জোটের নেতারা এতে উপস্থিত থাকবেন।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আজ সকাল ১০টা ৩০ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় তিন নেতার সমাধি জিয়ারতের মাধ্যমে প্রচারণা শুরু করবে। দলটির আহ্বায়ক নাহিদ ইসলামসহ শীর্ষ নেতারা এতে অংশ নেবেন। এনসিপির প্রতীক 'শাপলা কলি'।
বাম দলগুলোর মধ্যে সিপিবি বেলা ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে এবং গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে বাবার কবর জিয়ারত করে ‘মাথাল’ প্রতীকের প্রচার শুরু করবেন।
প্রচারণার শুরুতেই দলগুলোর মধ্যে পাল্টাপাল্টি অভিযোগ লক্ষ্য করা গেছে। জামায়াতে ইসলামীর পক্ষ থেকে নেতা-কর্মীদের ওপর হামলার অভিযোগ আনা হয়েছে। অন্যদিকে, ঢাকা-১৫ আসনে বিএনপির প্রার্থী শফিকুল ইসলাম খান একটি বিশেষ দলের বিরুদ্ধে ভোটারদের ব্যক্তিগত তথ্য (এনআইডি ও বিকাশ নম্বর) সংগ্রহের অভিযোগ তুলেছেন।
ঢাকা-৮ আসনে এনসিপি প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কড়াইল বস্তিবাসীদের ফ্ল্যাট দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলেছেন এবং নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, বুধবার (২১ জানুয়ারি) রিটার্নিং কর্মকর্তারা প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দিয়েছেন। স্বতন্ত্র প্রার্থীদেরও পছন্দের প্রতীক দেওয়া হয়েছে। অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে এবং সবার জন্য সমান সুযোগ (লেভেল প্লেয়িং ফিল্ড) তৈরিতে কমিশন কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
নির্বাচনের পর সমাজ পরিষ্কারের কাজ করা হবে
নির্বাচনের আগে-পরে কতদিন মাঠে থাকবে যৌথ বাহিনী
আগামী নির্বাচন ভবিষ্যতে দেশের জন্য হবে রোল মডেল: প্রধান উপদেষ্টা
