বিপিএলের ১২তম আসরের মেগা ফাইনাল আজ। শিরোপার লড়াইয়ে আজ মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে রাজশাহী ওয়ারিয়র্স ও চট্টগ্রাম রয়্যালস। তবে মাঠের লড়াই শুরুর আগে দর্শকদের জন্য এক বিশেষ চমক অপেক্ষা করছে—আর সেটি হলো হীরাখচিত একদম নতুন ডিজাইনের বিপিএল ট্রফি।
টুর্নামেন্ট শুরুর পর থেকেই এই নতুন ট্রফি নিয়ে জল্পনা-কল্পনা থাকলেও ফাইনালের আগে এর দেখা পাননি কেউ। অবশেষে আজ বড় এক আয়োজনের মাধ্যমে এই হীরাখচিত ট্রফির উন্মোচন হতে যাচ্ছে।
বিসিবি সূত্রে জানা গেছে, দুবাই থেকে বিশেষভাবে তৈরি করা এই ট্রফিতে হীরা খচিত রয়েছে। এটি তৈরিতে খরচ হয়েছে প্রায় ২৫ হাজার ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় ৩০ লাখ টাকার সমান। আজ বিকেল ৪টা ৪৫ মিনিটে হেলিকপ্টারে করে ট্রফিটি সরাসরি মিরপুরের সবুজ গালিচায় নামানো হবে।
এই হীরাখচিত ট্রফিটি নিয়ে হেলিকপ্টার থেকে নামবেন বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের দুই সফল অধিনায়ক—২০১৮ সালের এশিয়া কাপ জয়ী নারী দলের সাবেক অধিনায়ক সালমা খাতুন এবং ২০২০ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী অধিনায়ক আকবর আলি। তাদের হাত ধরেই ট্রফিটি আনুষ্ঠানিকভাবে মাঠে প্রবেশ করবে।
ট্রফিটি মাঠে নামার পর ফাইনালের দুই অধিনায়ক শেখ মেহেদী হাসান (চট্টগ্রাম রয়্যালস) ও নাজমুল হোসেন শান্ত (রাজশাহী ওয়ারিয়র্স) যৌথভাবে এটি দর্শকদের সামনে উন্মোচন করবেন। এরপর প্রায় আধা ঘণ্টা ধরে ট্রফিটি পুরো মাঠে ঘোরানো হবে যাতে দর্শকরা কাছ থেকে দেখার সুযোগ পান।
মাঠের লড়াই শুরুর আগে বাড়তি বিনোদন হিসেবে থাকছে জনপ্রিয় মডেল ও অভিনেত্রী তানজিন তিশার নৃত্য পরিবেশনা। বিকেল ৫টা ৩০ মিনিটে টস অনুষ্ঠিত হবে এবং সন্ধ্যা ৬টায় ট্রফি জয়ের চূড়ান্ত মিশনে নামবে দুই দল।
পাকিস্তানকেও বিশ্বকাপ বয়কটের আহ্বান পাক অধিনায়কের
বিপিএলের ট্রফি সরাসরি দেখবেন যেভাবে
শিরোপার লড়াইয়ে আজ মুখোমুখি রাজশাহী-চট্টগ্রাম 
