আজ আরাফাত রহমান কোকোর ১১তম মৃত্যুবার্ষিকী 

আপডেট : ২৪ জানুয়ারি ২০২৬, ০৫:২২ এএম

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর ১১তম মৃত্যুবার্ষিকী আজ শনিবার (২৪ জানুয়ারি)।

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানের ছোট ভাই বিশিষ্ট ক্রীড়া সংগঠক মরহুম আরাফাত রহমান কোকোর ১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করেছে বিএনপি।

দলটি সূত্রে জানা যায়, বেলা ১১টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান উপস্থিতিতে বিকেল ৪টার দিকে গুলশান কার্যালয়ে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে। 

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান জানান, শনিবার সকাল ৯টা ৩০ মিনিটে বনানী করবস্থানে আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত শেষে কোরআন তেলাওয়াত করা হবে। এ সময় বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এবং দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন।

HN
আরও পড়ুন