বিশ্বের বিভিন্ন মেগাসিটিতে বায়ুদূষণ এখন চরম পর্যায়ে পৌঁছেছে। বিশেষ করে শীতকালীন শুষ্ক আবহাওয়ায় রাজধানী ঢাকার বাতাসের মান প্রায় প্রতিদিনই থাকছে উদ্বেগের তালিকায়।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের (IQAir) তথ্যানুযায়ী, দূষিত শহরের তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে ঢাকা।
সকাল ৮টার দিকে ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (AQI) স্কোর ছিল ২৬০। বায়ুমানের এই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে গণ্য করা হয়।
অন্যদিকে, ২৯২ স্কোর নিয়ে তালিকার শীর্ষে অবস্থান করছে ভারতের কলকাতা শহর। ২৬৩ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর এবং ২০২ স্কোর নিয়ে মিশরের রাজধানী কায়রো রয়েছে চতুর্থ স্থানে।
বায়ুমান সূচকে স্কোর ৫১ থেকে ১০০ হলে বাতাসকে ‘মাঝারি’ বা গ্রহণযোগ্য ধরা হয়। ১০১ থেকে ১৫০ স্কোর সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’। ১৫১ থেকে ২০০ স্কোরকে সাধারণ মানুষের জন্য ‘অস্বাস্থ্যকর’ বলা হয়। ২০১ থেকে ৩০০ স্কোর ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত, যা বর্তমানে ঢাকার ক্ষেত্রে প্রযোজ্য। আর স্কোর ৩০১ ছাড়িয়ে গেলে তা ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে গণ্য হয়।
এমন পরিস্থিতিতে শিশু, প্রবীণ ও অসুস্থ ব্যক্তিদের ঘরের ভেতরে থাকার এবং সুস্থ ব্যক্তিদের ঘরের বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। বায়ুদূষণের কারণে নাগরিকদের দীর্ঘমেয়াদী স্বাস্থ্যঝুঁকি তৈরির আশঙ্কা বাড়ছে।
দূষিত শহরের তালিকায় আজও শীর্ষস্থানে ঢাকা
