টাইম ম্যাগাজিনের বিশেষ প্রতিবেদন

‘প্রত্যাবর্তনকারী উত্তরাধিকারী’ তারেক রহমানের চোখে আগামীর বাংলাদেশ

আপডেট : ২৯ জানুয়ারি ২০২৬, ০৯:২৬ এএম

দীর্ঘ ১৭ বছরের নির্বাসন শেষে দেশে ফিরে বাংলাদেশের রাজনীতির কেন্দ্রবিন্দুতে এখন বিএনপি চেয়ারপারসন তারেক রহমান। তাকে নিয়ে ‘Bangladesh’s Prodigal Son’ বা ‘প্রত্যাবর্তনকারী উত্তরাধিকারী’ শিরোনামে একটি বিশেষ  প্রতিবেদন প্রকাশ করেছে বিশ্বখ্যাত সাময়িকী টাইম ম্যাগাজিন। 

বুধবার (২৮ জানুয়ারি) যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম টাইম ম্যাগাজিনে প্রকাশিত এই প্রতিবেদনে তারেক রহমানের রাজনৈতিক দর্শন, ভবিষ্যৎ পরিকল্পনা এবং সমসাময়িক নানা চ্যালেঞ্জের কথা উঠে এসেছে।

টাইম ম্যাগাজিনের প্রতিবেদনে বলা হয়েছে, শারীরিক দুর্বলতা ও কণ্ঠস্বর কিছুটা ভাঙা হলেও রাজনীতিতে সক্রিয় ভূমিকায় ফেরার সংকল্পে অনড় তারেক রহমান। প্রতিবেদনে উল্লেখ করা হয়, আসন্ন ১২ ফেব্রুয়ারির নির্বাচনে প্রায় ৭০ শতাংশ ভোটারের সমর্থন নিয়ে তিনি এখন সবচেয়ে জনপ্রিয় প্রার্থী।

সাক্ষাৎকারে তারেক রহমান নিজেকে একজন ‘টেকনোক্র্যাটিক’ বা আধুনিক উন্নয়নকামী নেতা হিসেবে উপস্থাপন করেছেন। তিনি দেশ পুনর্গঠনে ১২ হাজার মাইল খাল খনন, বছরে ৫ কোটি গাছ লাগানো, বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন এবং ‘ফ্যামিলি কার্ড’ ও ‘কৃষক কার্ড’ চালুর মতো সুনির্দিষ্ট পরিকল্পনার কথা জানান। 

তিনি বলেন, ‘আমার পরিকল্পনার মাত্র ৩০ শতাংশ বাস্তবায়ন করতে পারলেও দেশের মানুষের অকুণ্ঠ সমর্থন পাব।’

শেখ হাসিনার শাসনামলকে ‘স্বৈরাচারী’ আখ্যা দিয়ে তারেক রহমান বলেন, অপরাধীদের দেশের প্রচলিত আইনে শাস্তি পেতেই হবে। তবে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার বিষয়ে তিনি ভিন্ন মত পোষণ করেন। তিনি বলেন, ‘আজ যদি আপনি একটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করেন, তবে আগামীকাল অন্য কাউকেও নিষিদ্ধ করা হতে পারে-এই সংস্কৃতির পরিবর্তন দরকার।’

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাংলাদেশি পণ্যে শুল্ক আরোপের বিষয়ে তিনি বেশ বাস্তববাদী। তিনি মনে করেন, পারস্পরিক আলোচনার মাধ্যমে বাণিজ্য ঘাটতি কমিয়ে আনা সম্ভব। তারেক রহমানের মতে, ট্রাম্প একজন যুক্তিবাদী মানুষ এবং উভয় দেশ একে অপরকে সহযোগিতা করতে পারে।

সাক্ষাৎকারে মায়ের (খালেদা জিয়া) মৃত্যু ও কারাবন্দি অবস্থায় সহ্য করা নির্যাতনের স্মৃতিচারণ করেন তিনি। অতীতের শারীরিক যাতনা তাকে জনগণের প্রতি দায়িত্ব পালনের কথা স্মরণ করিয়ে দেয়। নিজের অবস্থান নিয়ে তিনি স্পাইডার-ম্যান সিনেমার জনপ্রিয় সংলাপ উদ্ধৃত করে বলেন, ‘বড় ক্ষমতার সঙ্গে বড় দায়িত্বও আসে। আমি মনেপ্রাণে এটি বিশ্বাস করি।’

টাইম ম্যাগাজিনের বিশ্লেষণে, তারেক রহমানের প্রত্যাবর্তন বাংলাদেশের রাজনীতিতে নতুন আশার জন্ম দিলেও অর্থনৈতিক সংকট মোকাবিলা ও দলীয় শৃঙ্খলা রক্ষা করা হবে তার জীবনের সবচেয়ে বড় পরীক্ষা।

FJ
আরও পড়ুন
সর্বশেষপঠিত