পুলিশের লুট হওয়া গ্রেনেডসহ বিপুল গোলাবারুদ উদ্ধার

আপডেট : ২৯ জানুয়ারি ২০২৬, ০২:২৫ পিএম

ফরিদপুর কোতয়ালী থানা থেকে লুট হওয়া ৩টি গ্রেনেড, ৪১টি শটগান কার্তুজ ও ৩০টি গ্যাস গানের তাজা কার্তুজ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে র‌্যাব-১০।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১০ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার।

র‌্যাব-১০ সূত্র জানায়, ‘জুলাই গণঅভ্যুত্থান’-এর সুযোগে দুষ্কৃতিকারীরা একযোগে দেশের বিভিন্ন থানায় হামলা চালিয়ে অস্ত্র ও গোলাবারুদ লুট করে। পরবর্তীতে এসব অস্ত্র সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহৃত হওয়ায় দেশে ব্যাপক আতঙ্ক সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শুরু থেকেই র‌্যাব ধারাবাহিক অভিযান পরিচালনা করে আসছে। তারই অংশ হিসেবে বুধবার রাতে ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন বিআরটিসির দক্ষিণ পাশের প্রাচীরের বাইরে চরকমলাপুরগামী রাস্তার পাশে বিদ্যুতের খুঁটি সংলগ্ন ঝোপঝাড় থেকে এসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করে। উদ্ধারকৃত আলামতের মধ্যে ছিল ধাতব লিভারযুক্ত ৩টি অবিস্ফোরিত গ্রেনেড, ৪১টি শটগান কার্তুজ এবং ৩০টি গ্যাস গানের তাজা কার্তুজ।

প্রাথমিক পর্যবেক্ষণে ধারণা করা হচ্ছে, উদ্ধারকৃত গ্রেনেড ও কার্তুজগুলো পুলিশের লুট হওয়া গোলাবারুদ।

AHA
আরও পড়ুন