ফেব্রুয়ারি শুরুতেই টানা ৪ দিনের ছুটি

আপডেট : ৩০ জানুয়ারি ২০২৬, ০৬:২৩ পিএম

সরকারি চাকরিজীবীদের জন্য ফেব্রুয়ারি মাসের শুরুতেই টানা চার দিনের ছুটি কাটানোর সুযোগ তৈরি হয়েছে। একদিনের ছুটি ম্যানেজ করতে পারলেই মিলবে এই দীর্ঘ অবকাশ।

ইসলামী ফাউন্ডেশনের তথ্যমতে, মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে পবিত্র শবে বরাত পালিত হবে। এ উপলক্ষে নির্বাহী আদেশে পরদিন বুধবার (৪ ফেব্রুয়ারি) সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।

এর সঙ্গে যদি কেউ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) একদিন ছুটি নেন, তাহলে ৬ ও ৭ ফেব্রুয়ারি শুক্রবার ও শনিবারের সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা চার দিনের অবকাশ উপভোগ করা যাবে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, চলতি বছরে মোট ১৪ দিন সাধারণ ছুটি এবং ১৪ দিন নির্বাহী আদেশে ছুটি নির্ধারিত রয়েছে। এর মধ্যে ৯ দিন শুক্র ও শনিবারে পড়েছে।

ছুটির তালিকায় আরও উল্লেখ করা হয়েছে, ২০২৬ সালে মুসলিম ধর্মীয় উৎসবে পাঁচ দিন, হিন্দু ধর্মীয় উৎসবে নয় দিন, খ্রিস্টান ধর্মীয় উৎসবে আট দিন এবং বৌদ্ধ ধর্মীয় উৎসবে সাত দিন ছুটি থাকবে। পাশাপাশি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কর্মচারীদের জন্য থাকবে দুই দিন ঐচ্ছিক ছুটি।

ফেব্রুয়ারির শুরুতেই টানা ছুটির এই সুযোগকে কাজে লাগিয়ে অনেকেই পরিবার নিয়ে ভ্রমণ কিংবা ব্যক্তিগত পরিকল্পনা করতে পারেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

NB/AHA
আরও পড়ুন