যারা নারী কর্মীদের হেনস্তা করেন, তাদের মুখোশ উন্মোচন করা হবে: জামায়াত

আপডেট : ৩১ জানুয়ারি ২০২৬, ০৬:২২ পিএম

যারা নারীকে হেনস্তা করেন এবং চাঁদাবাজির সঙ্গে জড়িত, জনগণের সামনে তাদের মুখোশ উন্মোচন করতে চান বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের।

শনিবার (৩১ জানুয়ারি) রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

এহসানুল মাহবুব জুবায়ের অভিযোগ করে বলেন, ‘জামায়াতের প্রার্থী ও নেতা-কর্মীদের ওপর হামলা চালানো হচ্ছে। বিশেষ করে নারী কর্মীদের হেনস্তা করা হচ্ছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’

তিনি আরও বলেন, ‘একটি দল পরিকল্পিতভাবে নির্বাচনের পরিবেশ উত্তপ্ত করার চেষ্টা করছে, যাতে সাধারণ ভোটাররা ভোটকেন্দ্রে যেতে না পারেন। এই পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক।’

সংবাদ সম্মেলনে তিনি সংশ্লিষ্ট দলের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘আমরা প্রত্যাশা করি, তারা যেন অতীতের ফ্যাসিবাদী চরিত্রে ফিরে না যায় এবং নির্বাচনকে বাধাগ্রস্ত করার অপচেষ্টা থেকে বিরত থাকে।’

এ সময় তিনি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে প্রশাসন ও নির্বাচন সংশ্লিষ্ট সব পক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

NB/FJ
আরও পড়ুন