ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

ব্রিটিশ মিউজিয়াম থেকে প্রত্নসামগ্রী উধাও

আপডেট : ১৮ আগস্ট ২০২৩, ০৮:২৭ এএম

খবর সংযোগ ডেস্ক : ব্রিটিশ মিউজিয়াম থেকে মূল্যবান প্রত্নসমাগ্রী নিখোঁজ ও চুরির অভিযোগে এক কর্মীকে বরখাস্ত করা হয়েছে। উধাও হয়ে যাওয়া প্রত্নসামগ্রীর মধ্যে রয়েছে খিস্ট্রপূর্ব পনেরো শতক থেকে খ্রিস্টাব্দ উনিশ শতক সময়ের স্বর্ণালঙ্কার, রত্মপাথর ও গ্লাস।

এ গুলো মিউজিয়ামে দর্শণার্থীদের জন্য উন্মুক্ত ছিল না, বেশিরভাগই অ্যাকাডেমিক ও গবেষণার কাজে স্টোর রুমে সংরক্ষিত ছিল।

সিএনএন জানিয়েছে, ঐতিহাসিক এই উপাদানগুলোর হদিস না মেলায় এক কর্মীকে বরখাস্তের পাশাপাশি তদন্তে নেমেছে লন্ডন মেট্রোপলিটন পুলিশ।

বুধবার ব্রিটিশ মিউজিয়ামের এক বিবৃতিতে বলা হয়, মিউজিয়ামের নিরাপত্তার বিষয়টি স্বাধীনভাবে পর্যালোচনা করছে তারা। বরখাস্ত করা কর্মীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টি মেট্রোপলিটন পুলিশের ইকোনমিক ক্রাইম কমান্ড তদন্ত করছে।

মেট্রোপলিটন পুলিশ সিএনএনকে বলেছে, এখনও কাউকে গ্রেপ্তার করা হয়নি এবং অনুসন্ধান অব্যাহত রয়েছে।

সংগ্রহশালা থেকে মূল্যবান প্রত্নসামগ্রী উধাও হওয়ায় বিস্মিত ব্রিটিশ মিউজিয়ামের পরিচালক হার্টউইগ ফিশার। তিনি বলেন, ঘটনাটি ‘অত্যন্ত অস্বাভাবিক’।

ব্রিটিশ মিউজিয়ামের সভাপতি জর্জ অসবর্ন বলেন, চলতি বছরের শুরুতে সংগ্রহশালার কিছু সামগ্রী চুরি হওয়ার খবর পেলে ট্রাস্টিরা অত্যন্ত উদ্বিগ্ন হয়ে পড়েন। পরিস্থিতি সামলাতে তারা জরুরি পদক্ষেপ নিয়েছেন। মিউজিয়াম কর্তৃপক্ষের প্রথম কাজ এখন চুরি যাওয়া সামগ্রীগুলো উদ্ধার করা, এমন ঘটনা রোধে পদক্ষেপ খুঁজে বের করা এবং এ ঘটনার পুনরাবৃত্তি হবে না তা নিশ্চিত করা।
 

BS
আরও পড়ুন