ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

যে কারণে সুদান থেকে ১১ লাখ লোক পালিয়ে গেছে

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৩, ০৬:০৮ পিএম

খবর সংযোগ ডেস্ক: গত কয়েক মাসে সুদান থেকে বিভিন্ন দেশে ১১ লাখ লোক পালিয়ে গেছে বলে জানিয়েছে জাতিসংঘের অভিবাসন সংস্থা (আইওএম)।

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) আইওএম বরাতে এ তথ্য জানিয়েছে তুরস্কের ইংলিশ সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড।

আইওএম বরাত দিয়ে টিআরটি ওয়ার্ল্ড জানায়, সুদানে গত কয়েক মাস ধরে চলা সংঘর্ষের কারণে মূলত বিভিন্ন দেশে এই ১১ লাখ লোক পালিয়ে গেছে। এদের মধ্যে সাড়ে ৭ লাখেরও বেশি মানুষ মিশরে আশ্রয় নিয়েছে।

টিআরটি ওয়ার্ল্ডের প্রতিবেদন থেকে আরও জানা যায়, চলতি বছরের এপ্রিলের মাঝামাঝিতে সংঘর্ষ শুরু হওয়ার পর থেকে সুদানে ৪০ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

AS
আরও পড়ুন