ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

গোপালগঞ্জের ঘাঘর নদীতে নৌকাবাইচ অনুষ্ঠিত

আপডেট : ২৫ অক্টোবর ২০২৩, ০৯:৩৪ এএম

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জের কোটালীপাড়ায় ঐতিহ্যবাহী ঘাঘর নদীতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নৌকাবাইচ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ অক্টোবর) বিকেল তিনটায় ঘাঘর বাজার বণিক সমিতির আয়োজনে এ নৌকাবাইচ অনুষ্ঠিত হয়।

গোপালগঞ্জসহ পার্শ্ববর্তী এলাকা থেকে বড়, মাঝারি চিলাকাটা নৌকাসহ ১৫ টি বাচারি নৌকা প্রতিযোগিতায় অংশ নেয়। ঐতিহ্যবাহী এই নৌকাবাইচ উপভোগ করতে দূর দূরান্ত থেকে আসা দর্শক ভিড় করে নদীর দুই পাড়ে। অনেকেই সাউন্ড সিস্টেমসহ ট্রলার ভাড়া করে উপভোগ করেন নৌকাবাইচ। 

নৌকাবাইচ দেখতে আসা দর্শনার্থী মাহবুব সুলতান বলেন, গ্রাম বাংলার ঐতিহ্য এই নৌকাবাইচ। নানা কারণে আমরা গ্রামীণ ঐতিহ্য ভুলতে বসেছি। আগামী প্রজন্মের কাছে এসব তুলে ধরতে ব্যাপক পরিসরে আয়োজন করা উচিত। 

কোটালীপাড়া উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার মো. সাইফুর রহমান বলেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রতিবছর আমরা এই আয়োজন করে থাকি। নৌকাবাইচ উপলক্ষে গ্রামে উৎসবের আমেজ বিরাজ করে। আগামীতে আরো বড় পরিসরে ঐতিহ্যবাহী ঘাঘর নদীতে এই নৌকাবাইচের আয়োজন করা হবে।

আবহাওয়া প্রতিকূলে না থাকায় নির্দিষ্ট সময়ের আগেই এ প্রতিযোগিতা শেষ করা হয়। নৌকাবাইচ প্রতিযোগিতা শেষে নৌকার মালিকদের মাঝে সান্তনা পুরস্কার হিসেবে মোবাইল ও রাইস কুকার পুরষ্কার বিতরণ করেন কোটালীপাড়া উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার মো. সাইফুর রহমান।

এ সময় কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস ওয়াহিদ, কোটালীপাড়া থানার তদন্ত কর্মকর্তা ফয়েজ আহমেদ, ঘাঘর বাজার বণিক সমিতি সাধারণ সম্পাদক মোহাম্মদ মোস্তফা কামাল, পুণ্য সাহা, বাদল সাহা, মো. আজিবর দারিয়া, পোটল সাহা উপস্থিত ছিলেন।

SN
আরও পড়ুন