ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

চট্টগ্রাম ওয়াসা ভবনে দুদকের অভিযান, নথি জব্দ

আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৩, ১১:৩৯ এএম

চট্টগ্রাম ওয়াসার পাম্প অপারেটর নিয়োগ ও বিভিন্ন প্রজেক্টে আর্থিক অনিয়ম তদন্তে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (১৩ ডিসেম্বর) দুদকের উপ পরিচালক ফখরুল ইসলামের নেতৃত্বে তিন সদস্যের একটি টিম নগরীর দামপাড়ায় ওয়াসা কার্যালয়ে অভিযান চালায়। সেখানে থেকে বিভিন্ন নথিপত্র জব্দ করেছে দুদক টিম।

এসময় ওয়াসার চেয়ারম্যান এ কে এম ফজলুল্লাহ ও প্রধান প্রকৌশলী মাকুসদ আলমের সঙ্গে দেখা করেন তারা।

দুদকের উপ-পরিচালক ফখরুল ইসলাম বলেন, অনেক আগে থেকে চট্টগ্রাম ওয়াসার বিরুদ্ধে বিভিন্ন প্রকল্পে দুর্নীতির অভিযোগ এসেছিল। তাছাড়া সদ্য ওয়াসার পাম্প অপারেটর নিয়োগ বিষয়ে অভিযোগ আছে। এসব বিষয়ে বুধবার প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহ করেছি। সবকিছু যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার সুপারিশ করবো।

চট্টগ্রাম ওয়াসার প্রধান প্রকৌশলী মাকসুদ আলম বলেন, চট্টগ্রাম ওয়াসায় ঠিকাদার ও পরামর্শক নিয়োগ কীভাবে হয় এসব বিষয়ে খবর নেওয়ার জন্য দুদকের একটি টিম এসেছিল। জরুরি কাগজপত্র সংগ্রহ করার পর এমডি স্যারের সঙ্গে কথা বলে তারা চলে যান।’

 

RA
আরও পড়ুন