ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

চলতি মাসেই কাটছে গ্যাস সংকট

আপডেট : ০২ আগস্ট ২০২৪, ০৫:২৫ পিএম

সহসা কাটছে না গ্যাস সংকট। মূলত সামিটের এলএনজি টার্মিনাল ক্ষতিগ্রস্ত হওয়ায় সরবরাহে এই সংকট তৈরি হয়েছে। তবে রক্ষণাবেক্ষণের কাজ শেষ হলে এ সংকট কেটে যাবে বলে আশা করছেন কর্তৃপক্ষ। 

সূত্র জানায়, আগামী ১১ আগস্ট থেকে সামিটের তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) টার্মিনাল আবার সরবরাহ শুরু করতে পারবে।

প্রসঙ্গত গত ২৬ মে বাংলাদেশে আঘাত হানে ঘূর্ণিঝড় রেমাল। রেমালে টার্মিনাল ক্ষতিগ্রস্ত হওয়ার পর সেটি সিঙ্গাপুরে নেওয়া হয় মেরামতের জন্য। এর ফলে কয়েক মাস ধরেই দেশের বিদ্যুৎ উৎপাদন, শিল্প, বাণিজ্য; এমনকি বাসা-বাড়িতেও গ্যাসের ঘাটতি দেখা দিয়েছে।

এদিকে গত বুধবার পেট্রোবাংলার সর্বশেষ হিসাবে ২ হাজার ৬৩৪ মিলিয়ন ঘনফুট গ্যাস গ্রিডে সরবরাহ করেছে। এর মধ্যে একটি এলএনজি টার্মিনাল থেকে সরবরাহ করা হয়েছে ৬০৫ মিলিয়ন ঘনফুট। বাকিটা দেশের গ্যাস খনি থেকে পাওয়া গেছে।

দেশে সামিট ছাড়াও মার্কিন কোম্পানি এক্সিলারেট এনার্জির একটি ভাসমান টার্মিনাল রয়েছে। ওই টার্মিনাল দিয়েই এলএনজি পাওয়া যাচ্ছে এখন।

ক্ষতিগ্রস্ত হওয়ার পর গত ১৩ জুলাই সামিটের এলএনজি টার্মিনাল বাংলাদেশের উপকূলে এসে পৌঁছায়। তখন পেট্রোবাংলার তরফ থেকে বলা হয়েছিল, আগামী ১৫ দিনের মধ্যে গ্রিডের সঙ্গে পাইপলাইন জুড়ে দিলেই আবার সরবরাহ করতে পারবে টার্মিনালটি। সেই হিসাবে ২৮ জুলাই এই টার্মিনাল আবার উৎপাদনে আসার কথা ছিল।

বুধবার কয়েকটি গণমাধ্যমকে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, সামিটের এলএনজি টার্মিনালের গাস সরবরাহ করতে আর ১০ দিন সময় প্রয়োজন হবে।

প্রতিমন্ত্রীর এমন বক্তব্যর পর বৃহস্পতিবার সামিটের সঙ্গে যোগাযোগ করা হলে প্রতিষ্ঠানটির একজন পদস্থ কর্মকর্তা বলেন, ‘আমরা চেষ্টা করছি। আশা করছি ১১ আগস্ট থেকেই গ্যাস সরবরাহ করা সম্ভব হবে।’

তবে তিনি জানান, যেহেতু এখন সাগর কিছুটা উত্তাল থাকে, তাই কিছুটা দেরিও হতে পারে। এ বিষয়ে প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলার পরামর্শ দেন তিনি।

SM/FI
আরও পড়ুন