ঢাকা
সোমবার, ২৪ নভেম্বর ২০২৫, ৮ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

এলএনজি সরবরাহ কমায়, বেড়েছে গ্যাস সংকট

আপডেট : ১৮ জুন ২০২৫, ০৮:০০ পিএম

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে এলএনজি সরবরাহ কমে যাওয়ায় জাতীয় গ্রিডে কমেছে গ্যাস সরবরাহ। ফলে দেশের নানা স্থানে দেখা দিয়েছে গ্যাসের সংকট।

বুধবার (১৮ জুন) এক বার্তায় পেট্রোবাংলা জানায়, মহেশখালীর গভীর সমুদ্রে অবস্থিত এফএসআরইউতে (ভাসমান স্টোরেজ ও রিগ্যাসিফিকেশন ইউনিট) গতকাল ও আজ এলএনজি কার্গো বার্থিং (জাহাজ ভেড়ানো) করতে না পারায় জাতীয় গ্রিডে এলএনজি সেন্ড আউট (গ্যাস সরবরাহ) ব্যাপকভাবে কমে গেছে।

এর ফলে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড ও তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি অধিভুক্ত এলাকায় গ্যাসের স্বল্প চাপ দেখা দিয়েছে। আবহাওয়া স্বাভাবিক হওয়া মাত্রই গ্যাস সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হবে বলে জানানো হয়েছে।

Raj/AHA
আরও পড়ুন