ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

শখের গাড়ি নিলামে তুলছেন অ্যাঞ্জেলিনা জোলি

আপডেট : ০৭ অক্টোবর ২০২৪, ১২:০৯ পিএম

হলিউড অভিনেত্রী, পরিচালক অ্যাঞ্জেলিনা জোলি নতুন খবরের শিরোনাম হলেন। নিজের সংগ্রহে থাকা ভিনটেজ ১৯৫৮ ফেরারি নিলামে তুলবেন এই অভিনেত্রী। খবর হিন্দুস্তান টাইমসের।

আগামী মাসে প্যারিসে হবে এই নিলাম। নিলামের জন্য তিনি ক্রিস্টি’স অকশন হাউসকে বেছে নিয়েছেন। এটিকে ‘এক্সেপশনাল সেল’ বলা হচ্ছে নিলাম প্রতিষ্ঠানটির তরফ থেকে। ২০ নভেম্বর বসবে নিলামের আসর।

ধারণা করা হচ্ছে যে ১২-সিলিন্ডার, ২৪০-হর্সপাওয়ারের ইঞ্জিনের ১৯৫৮ ফেরারি ২৫০ জিটি গাড়িটি প্রায়  আট থেকে সাড়ে ১০ কোটি টাকায় বিক্রি হতে পারে। গাড়িটি ১৪, ১৬  ও  ২০ নভেম্বর ক্রিস্টি’সের প্যারিস শোরুমে রাখা হবে সর্বসাধারণের দেখার জন্য। এর পরেই নিলামে উঠবে এই গাড়ি।

RA/FI
আরও পড়ুন