‘ভারতে শেখ হাসিনার ইন্টারভিউ নিতেছে, হাসিনা চলে আসবে’ শীর্ষক সম্প্রতি একটি ভিডিও ফেসবুকে প্রচার করা হয়েছে। কিন্তু রিউমার স্ক্যানার ডটকম তথ্যটি যাচাই-বাছাই (ফ্যাক্ট চেক) করে বলেছে, এটি একটি ভুয়া বা ফেইক ডিডিও।
প্রকাশিত ওই সম্পাদিত বা রিমেইক করা ভিডিওটি ফেসবুকে প্রকাশের পর এটি প্রায় ৩৪ লাখ বার দেখা হয়েছে। ভিডিওটিতে প্রতিক্রিয়া জানানো হয়েছে প্রায় ৫৩ হাজার পৃথক অ্যাকাউন্ট থেকে। আর ভিডিওটি শেয়ার করা হয়েছে প্রায় সাড়ে ৪ হাজার বার।
এই ভুয়া ভিডিও পোস্টে প্রায় ৪ হাজার বার মন্তব্য করা হয়েছে। ভিডিওটির মন্তব্যঘর ঘুরে অধিকাংশ নেটিজেনকে উক্ত দাবির পক্ষে মতামত দিতে দেখা যায়।
রিউমার স্ক্যানার ডটকম জানাচ্ছে, আসলে ভারতে বসে শেখ হাসিনার ওই সাক্ষাৎকারের দৃশ্যের দাবিতে ২০০৭ সালের ভিডিও প্রচার করা হয়েছে!
এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ভিডিওটি পর্যবেক্ষণ করে রিউমর স্ক্যানার টিম। ভুয়া ভিডিওতে প্রশ্নকর্তা হাসিনাকে জিজ্ঞেস করেন, ‘অন্যায়ভাবে দেশে যাওয়ার পরে গ্রেফতার করা হয়, জনগণের উদ্দেশ্যে আপনার মেসেজ কী?’ জবাবে তিনি বলেন, ‘জনগণের উদ্দেশ্যে আমার একটাই কথা, আমি জনগণের সাথে রাজনীতি করি, আমি জনগণের কল্যাণে রাজনীতি করি, জনগণের জন্য আমি যেকোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত। আমি জনগণের কাছেই বিচার চাইব।’
কিন্তু মূল ভিডিওটি থেকে জানা যায়, ২০০৭ সালের ১ মে লন্ডন স্কুল পব ইকোনোমিকস-এর বাংলাদেশ স্টুডেন্ট অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দেয়া শেখ হাসিনার বক্তব্যের ভিডিও ক্লিপ এটি।
রিউমার স্ক্যানার ডটকম এর তথ্যমতে, এছাড়া গত ৫ আগস্ট গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে দেশ ত্যাগের পর থেকে এ পর্যন্ত কোনো দেশি বা বিদেশি গণমাধ্যমে শেখ হাসিনার সাক্ষাৎকার দেয়ার কোনো ভিডিও বা তথ্য খুঁজে পাওয়া যায়নি।
