আসামের বরাক উপত্যকার হোটেল মালিকেরা বাংলাদেশে হিন্দু ও অন্যান্য সংখ্যালঘুদের অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করে এক অভিনব সিদ্ধান্ত নিয়েছেন। স্থানীয় সময় শুক্রবার (৬ নভেম্বর) বরাক উপত্যকা হোটেল ও রেস্তোরাঁ মালিক সমিতি ঘোষণা করেছে, তারা বাংলাদেশের নাগরিকদের কোনো হোটেল বা রেস্তোরাঁয় আশ্রয় দেবেন না।
সমিতির সভাপতি বাবুল রায় জানান, বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর চলমান অত্যাচার ও অস্থিতিশীলতার কারণে তারা এই সিদ্ধান্ত নিয়েছেন।
তিনি বলেন, এটি মেনে নেওয়া সম্ভব নয়। হিন্দুদের ওপর অত্যাচার বন্ধ না হওয়া পর্যন্ত বরাক উপত্যকার তিনটি জেলাতে বাংলাদেশের নাগরিকদের আশ্রয় দেওয়া হবে না।
এছাড়া, তিনি উল্লেখ করেন, যদি বাংলাদেশের পরিস্থিতি উন্নতি হয়, তবে তারা সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবেন। এর আগে, ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গের কিছু হোটেল ব্যবসায়ীও বাংলাদেশিদের জন্য একই ধরনের ব্যবস্থা গ্রহণ করেছিলেন।
এই ধরনের সিদ্ধান্তের মাধ্যমে প্রতিবেশী দেশ বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক স্তরে আলোচনা এবং উদ্বেগ সৃষ্টি হয়েছে। সম্প্রতি ত্রিপুরার আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা এবং বাংলাদেশের পতাকা নামিয়ে সেটিতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে, যা ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে ‘দুঃখজনক’ হিসেবে উল্লেখ করা হয়েছে।
