হিমেল হাওয়া আর ঘন কুয়াশায় ঢাকা পড়েছে দিনাজপুরের তেঁতুলিয়াসহ দেশের বিভিন্ন জনপদ। ঘন কুয়াশায় ঢেকে গেছে রাস্তা-ঘাট, মাঠ-ঘাটসহ পুরো এলাকা।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস তেঁতুলিয়া। এবং সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
হিমেল বাতাসের সঙ্গে রাত থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশায় ঢাকা পড়েছে দেশের বিভিন্ন এলাকার রাস্তা-ঘাট। এ সময় ঘন কুয়াশায় হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে বিভিন্ন যানবাহনকে।
বেলা বাড়লেও সূর্যের দেখা মেলেনি একটুও। মৃদু ঠাণ্ডা বাতাসের সঙ্গে কনকনে শীত যোগ হয়ে পরিস্থিতি আরও কঠিন করে তুলেছে। শহরের ব্যস্ত সড়কগুলোতে যানবাহনের চলাচল তুলনামূলক কম দেখা গেছে। মানুষজন জরুরি কাজ ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না।
এরই মধ্যে শহর/নগরের ফুটপাথগুলোতে গরম কাপড়ের দোকান বসেছে। সেখানে ভিড় বাড়ছে মানুষের। শীতের কষ্ট লাঘব করতে মধ্যবিত্ত, নিম্নআয়ের মানুষের কিনছেন শীতের পোশাক।
পঞ্চগড়ের তেঁতুলিয়া প্রথম শ্রেণির আবহাওয়া অফিসের সহকারী কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় বলেন, মঙ্গলবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস তেঁতুলিয়া। সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
পঞ্চগড়ে তাপমাত্রা ১০ ডিগ্রির ঘরে