ঘন কুয়াশার দাপটে দিনাজপুর 

তাপমাত্রা কিছুটা বাড়লেও ঘন কুয়াশায় আচ্ছাদিত রয়েছে দেশের উত্তরের এই জনপদ। বেলা বাড়লেও কমেনি কুয়াশার দাপট।ফলে অনুভূত হয় তীব্র শীত। 

আপডেট : ০৯ ডিসেম্বর ২০২৪, ১০:৪৭ এএম

উত্তরের জেলা দিনাজপুরে ঘন কুয়াশার দাপটে আচ্ছাদিত হয়ে পড়েছে জনপথ। ঘন কুয়াশার সঙ্গে যোগ হয়েছে হিমেল বাতাস। ফলে অনুভূত হচ্ছে তীব্র শীত। চরম বিপাকে পড়েছেন খেটে খাওয়া নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ। ব্যাহত হচ্ছে স্বাভাবিক কার্যক্রম। 

আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, সোমবার (৯ ডিসেম্বর) সকাল ৬টায় দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। 

এদিকে, তাপমাত্রা কিছুটা বাড়লেও ঘন কুয়াশায় আচ্ছাদিত রয়েছে দেশের উত্তরের এই জনপদ। বেলা বাড়লেও কমেনি কুয়াশার দাপট।ফলে অনুভূত হয় তীব্র শীত। 

ঘন কুয়াশার কারণে সড়ক ও মহাসড়কগুলোতে দিনের বেলায় হেড লাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। 

দিনাজপুরের বিরল উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের দিনমজুর রফিকুল ইসলাম জানান, ঘন কুয়াশা ও ঠান্ডা বাতাসের কারণে হাত-পা অবশ হয়ে যাচ্ছে। মাঠে কাজ করা কঠিন হয়ে পড়েছে। 

দিনাজপুর শহরের ইজিবাইক চালক আজগার আলী জানান, কুয়াশার কারণে হেডলাইট জ্বালিয়ে খুব ধীরগতিতে অটো চালাতে হচ্ছে। সামান্য দূরের জিনিসও দেখা যাচ্ছে না। ঠাণ্ডায় অনেকেই বাড়ি থেকে বের না হাওয়ায় রাস্তাঘাটে লোকজন তেমন পাওয়া যাচ্ছে না। আয় রোজগারও কমে গেছে। পেটের তাগিদে শীতের মধ্যে আমাদের প্রতিদিন বের হতে হয়।

দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন জানান, সকাল ৬টায় দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আদ্রতা ছিল ৯৭ শতাংশ।

AHA/KK