ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

সিরিয়ায় সরকার গঠনের প্রক্রিয়া শুরু, কে হবেন প্রধান?

বিদ্রোহীরা পতিত আসাদ সরকারের প্রধানমন্ত্রী মোহাম্মদ জালালি ও ভাইস প্রেসিডেন্ট ফয়সাল মেকদাদের সঙ্গে আলোচনা করেছেন।

আপডেট : ১০ ডিসেম্বর ২০২৪, ১০:২২ এএম

সিরিয়ায় বিদ্রোহীদের সামরিক অভিযানে প্রেসিডেন্ট বাশার আল-আসাদ পালিয়ে যাওয়ার পর দেশটিতে অন্তর্বর্তী সরকার গঠনের পরিকল্পনা করছেন বিদ্রোহীরা। ইতোমধ্যে সরকার গঠনে তৎপরতা শুরু হয়েছে। তবে কে হবে অন্তর্বর্তী সরকার প্রধান, তা এখনো ঠিক করতে পারেনি তারা। সোমবার (৯ ডিসেম্বর) বার্তাসংস্থা রয়টার্স এতথ্য জানিয়েছে।

এ বিষয়ে বিদ্রোহীরা পতিত আসাদ সরকারের প্রধানমন্ত্রী মোহাম্মদ জালালি ও ভাইস প্রেসিডেন্ট ফয়সাল মেকদাদের সঙ্গে আলোচনা করেছেন।

আল-জাজিরা টেলিভিশন জানিয়েছে যে, অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নিতে পারেন আরেক বিদ্রোহী নেতা মোহাম্মদ আল-বশির। বশির বিদ্রোহী-নিয়ন্ত্রিত অঞ্চলের একটি ছোট এলাকার দায়িত্বে ছিলেন। তার নেতৃত্বে অন্তর্বর্তী সরকার নির্বাচনের আয়োজন করবে বলে আশা করা হচ্ছে।

মোহাম্মদ আল-বশিরের জন্ম ১৯৮৩ সালে উত্তর-পশ্চিম সিরিয়ার ইদলিব প্রদেশে। চলতি বছরের জানুয়ারিতে তাকে ইদলিবে সিরিয়ান স্যালভেশন গভর্নমেন্টের (এসএসজি) প্রধান মনোনীত করা হয়। এর আগে, তিনি এসএসজির উন্নয়ন ও মানবিক বিষয়ক মন্ত্রী ছিলেন। সিরিয়ান গ্যাস কোম্পানির সাবেক কর্মী বশির ইঞ্জিনিয়ারিং, শরিয়া ও আইনে ডিগ্রি অর্জন করেছেন।

সিরিয়ায় ১৩ বছরের গৃহযুদ্ধের পর রোববার ক্ষমতাচ্যুত হন বাশার। মাত্র ১২ দিনের ‘ঝোড়ো’ অভিযানে দামেস্ক দখল করে নেয় বিদ্রোহী গোষ্ঠীগুলো। তাদের নেতৃত্বে ছিল হায়াত তাহরির আল-শামস (এইচটিএস)।

যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সান ফ্রান্সিসকোর রাজনীতি বিভাগের অধ্যাপক স্টিফেন জুনেসের জানিয়েছে, তুরস্ক, ইরান ও সৌদি আরবের মতো অনেক বাহ্যিক শক্তি নতুন সরকারের ওপর প্রভাব ফেলতে চাইবে। তাদের কিন্তু বাশারের পতনে কোনো ভূমিকা ছিল না। তাই সিরিয়ার জনগণের উচিত হবে এমন একটি সরকার গঠন করা, যারা তাদের বিশ্বাস ও স্বার্থের পক্ষে কাজ করবে।

এদিকে, সিরিয়ানদের 'স্বাধীনতা ও ন্যায়বিচারের আকাঙ্ক্ষা' অর্জনে অভিনন্দন জানিয়েছে ফিলিস্তিনি সংগঠন হামাস। এক বিবৃতিতে সংগঠনটি জানায়, সিরিয়ার আঞ্চলিক অখণ্ডতার প্রতি হামাস প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করছে। ফিলিস্তিন ইস্যু ও প্রতিরোধে সিরিয়া তার ঐতিহাসিক ও প্রধান ভূমিকায় ফিরে আসবে বলে হামাস আশা করছে।

MB/KK
আরও পড়ুন