ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ৩ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

শ্রমিক অসন্তোষে কর্মবিরতি

আশুলিয়ায় অন্তত ১২ কারখানায় সাধারণ ছুটি ঘোষণা 

আপডেট : ১১ ডিসেম্বর ২০২৪, ০২:০৪ পিএম

সরকার ঘোষিত বাৎসরিক ইনক্রিমেন্ট ৪ শতাংশ বৃদ্ধির ঘোষণা প্রত্যাখান করে ১৫ শতাংশ বৃদ্ধির দাবিতে আন্দোলন করছেন আশুলিয়ার বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা। অব্যাহত শ্রমিক আন্দোলন ও কর্মবিরতির মুখে আশুলিয়ার সাধারণ ছুটি ঘোষণা করেছে অন্তত ১২টি কারখানা। বুধবার (১১ ডিসেম্বর) আজকের জন্য এই সাধারণ ছুটি ঘোষণা করেছে ১২টি কারখানা কর্তৃপক্ষ।

শিল্প পুলিশ বলছে, শ্রমিকরা কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করছে না, তবে বর্ধিত বেতনে সন্তুষ্ট না হওয়ায় তারা কাজ বন্ধ করে রেখেছেন। হামীম গ্রুপ, শারমীন গ্রুপ, মেডলার, নেক্সট কালেকশন, আল মুসলীম, সেতারা গ্রুপসহ কিছু কারখানার শ্রমিকরা সকালে কারখানায় আসলেও কাজে হাত দেননি।

এছাড়া কাজ বন্ধ করে শ্রমিকরা কর্মবিরতি পালন করায় গতকালের ঘোষণা অনুযায়ী বন্ধ রয়েছে আরও কিছু কারখানা। যদিও এখন পর্যন্ত বন্ধ থাকা এই কারখানাগুলোর সংখ্যা নিশ্চিত হওয়া যায়নি।

এর আগে, শ্রমিকদের কর্মবিরতির কারণে গতকাল মঙ্গলবারও আশুলিয়ার অন্তত ১০টি কারখানায় উৎপাদন কার্যক্রম বন্ধ ছিল।

শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভুঁইয়া বলেন, বর্ধিত বেতনে সন্তুষ্ট নন শ্রমিকরা, তাই তারা কাজ বন্ধ করে বসে আছেন। তবে কোনো প্রকার অরাজকতা কিংবা বিশৃঙ্খলা তারা করছেন না।

SN/KK
আরও পড়ুন