ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

ইসরায়েলি হামলায় গাজায় আরও ৬৬ ফিলিস্তিনি নিহত

আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৪, ০৩:৪৩ পিএম

যুদ্ধবিধ্বস্ত গাজায় ইসরায়েলি হামলায় সবশেষ ৩০ ফিলিস্তিনি নিহতের খবর পাওয়া গেছে। এনিয়ে শুধু বৃহস্পতিবারেই নিহত হয়েছে ৬৬ জন। আহত হয়েছে অন্তত ৫০ জন। হতাহতরা গাজার কেন্দ্রে একটি পোস্ট অফিসে আশ্রয় নিয়েছিলেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

হামলাটি নুসেইরাতের একটি ডাক বিভাগে আঘাত হানে, যেখানে বাস্তুচ্যুত পরিবারগুলো আশ্রয় নিয়েছিল। হামলায় আশেপাশের বেশ কয়েকটি বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে।

গাজার অন্যতম ঐতিহাসিক আশ্রয়কেন্দ্রের একটি হলো নুসেইরাত। ১৯৪৮ সালের যুদ্ধের মধ্য দিয়ে ইসরায়েল প্রতিষ্ঠার সময় ফিলিস্তিনি শরণার্থীদের জন্য এই আশ্রয়কেন্দ্র খোলা হয়। বর্তমানে সেখানে গাজার বাস্তুচ্যুত মানুষেরা আশ্রয় নিয়েছে।

আশ্রয়কেন্দ্রে হামলার বিষয়ে ইসরায়েলের পক্ষ থেকে কিছু জানা যায়নি। ইসরায়েলি সামরিক বাহিনীকে মন্তব্যের অনুরোধ করে কোনো সাড়া পায়নি রয়টার্স।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন হামলার পর থেকে গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। ইসরায়েলি এই হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থীশিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। ইসরায়েলি আগ্রাসনে ২০ লাখের বেশি বাসিন্দা তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন।

গত এক বছর ধরে চলা ইসরায়েলি হামলায় গাজায় নিহতের সংখ্যা এরই মধ্যে ৪৪ হাজার ৮০০ ছাড়িয়েছে। আহত হয়েছে ১ লাখ ৬ হাজারের বেশি ফিলিস্তিনি। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না।

WA
আরও পড়ুন