দূষিত শহরের তালিকায় আজ ঢাকার অবস্থান তৃতীয়

আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৪, ০১:০৩ পিএম

বিশ্বব্যাপী দূষিত বায়ুর শহরের তালিকায় আজ ঢাকার অবস্থান তৃতীয়। একিউআই সূচক অনুযায়ী, জনবহুল এই শহরের আজকের বাতাসকে ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এদিকে অন্যদের পিছনে ফেলে দূষিত শহরের এই তালিকার শীর্ষে রয়েছে কুয়েত সিটি আর তারপরেই রয়েছে ইরাকের রাজধানী বাগদাদের নাম।

রোববার (১৫ ডিসেম্বর) সকালে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ারের (একিউআই) বাতাসের মান সূচকে ঢাকার স্কোর ২৮৫, যা ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, বিশ্বের দূষিত শহরগুলোর মধ্যে কুয়েত সিটি এবং বাগদাদ যথাক্রমে ৬৫৯ এবং ৬০০ একিউআই স্কোর নিয়ে তালিকার প্রথম ও দ্বিতীয় অবস্থানে রয়েছে।

মূলত একিউআই মান ৫০ থেকে ১০০ এর মধ্যে থাকলে তখন বায়ুর গুণমানকে ‘মাঝারি’ বলে বিবেচনা করা হয়। আর একিউআই স্কোর ১০১ থেকে ২০০ হলে সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’ ধরা হয়। অন্যদিকে ২০১ থেকে ৩০০ একিউআই স্কোরকে ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে মনে করা হয় এবং ৩০১ থেকে ৪০০ একিউআই স্কোরকে ‘বিপজ্জনক’ হিসেবে বিবেচনা করা হয়, যা বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে।

SN/AHA
আরও পড়ুন