টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজকে ৭ রানে হারিয়েছে বাংলাদেশ। সোমবার (১৬ ডিসেম্বর) শ্বাসরুদ্ধকর ম্যাচে তারা ওয়েস্ট ইন্ডিজকে হারায়।বাংলাদেশ প্রথম ব্যাট করে ইন্ডিজকে ১৪৮ রানের সহজ লক্ষ্য দিয়েছিল। কিন্তু সেটা পরলো না ওয়েস্ট ইন্ডিজ। ১৪৮ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে পঞ্চাশ রান তোলার আগেই ৫ উইকেট হারিয়ে ছিল স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ।
চতুর্থ ওভারে তানজিম হাসানকে ২টি ছক্কা আর একটি চার মেরেছেন জনসন চার্লস। পরের ওভারে চার মেরেছেন মেহেদী হাসানকেও। তবে ডানহাতি এ অফ স্পিনারকে আরেকটি বাউন্ডারি মারতে গিয়ে মিড অফে হাসান মাহমুদের ক্যাচে পরিণত হয়েছে চার্লস। ফেরার আগে তার ব্যাট থেকে আসে ১২ বলে ২০ রান।

উইকেট ছেড়ে বেরিয়ে এসে বড় শট খেলতে চেয়েছিলেন নিকোলাস পুরান। লেন্থ ছিল বিপক্ষে। মিস করলেন। লিটন বল গ্লাভসে নিয়ে স্টাম্পস ভাঙতে সময় নেননি। ২ রানে ২ উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ।
