ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

ঢামেকে সেনাবাহিনী মোতায়েন

কাকরাইল মসজিদ এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় নিরাপত্তা জোরদার করে পুলিশ ও র‌্যাব মোতায়েন করা হয়েছে।

আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৪, ০৩:৫১ পিএম

টঙ্গীতে বিশ্ব ইজতেমা মাঠের দখলকে কেন্দ্র করে সংঘর্ষের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালেও (ঢামেক) সেনা মোতায়েন করা হয়েছে।

বুধবার (১৮ ডিসেম্বর) দুপুরে ঢামেক এলাকার নিরাপত্তার জন্য সেনাবাহিনী মোতায়েন করা হয়। এর আগে, কাকরাইল মসজিদ এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় নিরাপত্তা জোরদার করে পুলিশ ও র‌্যাব মোতায়েন করা হয়েছে।

রমনা থানার ওসি গোলাম ফারুক গণমাধ্যমকে বলেন, কাকরাইল মসজিদ ও আশপাশ এলাকায় পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েন রাখা হয়েছে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় পুলিশ প্রস্তুত।

এছাড়া সংঘর্ষের ঘটনাস্থলে সকাল থেকে চার প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

এর আগে, বুধবার ভোর রাত থেকে টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দান দখলকে কেন্দ্র করে মাওলানা জুবায়ের ও সাদপন্থীদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন প্রায় শতাধিক।

SN
আরও পড়ুন