বিশ্ব ইজতেমা ময়দানে তাবলিগ জামাতের মাওলানা জুবায়ের ও সাদপন্থীদের সংঘর্ষে ঘটনায় টঙ্গীতে চার প্লাটুন বিজিবি ও সেনা মোতায়েন করা হয়েছে।
বুধবার (১৮ ডিসেম্বর) সকালে বিজিবি জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
সংশ্লিষ্টরা জানায়, সকাল ৮টার দিকে টঙ্গী ইজতেমা ময়দানে জিএমপির কমিশনার ড. নাজমুল করীম খান ও সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা ময়দানে প্রবেশ করেন। তারা ময়দানে ঢুকে টিনশেড মসজিদে আটকাপড়া কয়েকজন জুবায়েরপন্থীকে উদ্ধার করে।

এর আগে, গাজীপুরের টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে মাওলানা জুবায়ের ও সাদপন্থী সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) মধ্যরাত থেকে চলা সংঘর্ষে তিন মুসল্লির নিহত হন। উভয়পক্ষই নিহত মুসল্লিদের নিজেদের কর্মী বলে দাবি করেছে। সংঘর্ষে উভয়পক্ষের শতাধিক ব্যক্তি আহত হয়েছেন। রাত ৩টার দিকে ইজতেমা মাঠ দখলে নেওয়ার চেষ্টা করলে এ সংঘর্ষের শুরু হয় বলে জানা গেছে।
টঙ্গী পশ্চিম থানার ওসি ইস্কান্দার হাবিবুর রহমান বলেন, ইজতেমা ময়দানে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
বিশ্ব ইজতেমার আয়োজন নিয়ে টঙ্গীতে সংঘর্ষ, নিহত ৩