চলতি বছরের শেষাংশে দাঁড়িয়ে নতুন বছরকে বরণ করে নিতে প্রস্তুত বিশ্ব। দেশে দেশে চলছে ইংরেজি বর্ষবরণের তোড়জোড়। সময়ের স্রোতে ভেসে যে সংখ্যা হারিয়ে যায়, সে আর আর ফিরে না আসলেও তার সঙ্গে জুড়ে থাকে ভাল-মন্দে মিশ্রিত অসংখ্য স্মৃতি। সেসব স্মৃতির মধ্যে জন্ম, মৃত্যু ও বিয়ে অন্যতম। বিদায়ী বছরে বিয়ের পিঁড়িতে যারা বসেছেন- এমন কয়েকজন শোবিজ তারকাদের নিয়ে খবর সংযোগের এই প্রতিবেদন।

মৌসুমী হামিদ
২০২৪ সালে যেসব তারকা বিয়ের পিঁড়িতে বসেছেন লাক্স-চ্যানেল আই সুপারস্টার মৌসুমি হামিদ তাদের একজন। চলতি বছরের শুরুতে বিয়ের খবর জানিয়েছিলেন নিজেই। নিজেদের পছন্দে গড়ে ওঠা প্রেমের সম্পর্কের পূর্ণতা দিতে পারিবারিক সম্মতি আদায় করেই বিয়ে পিঁড়িতে বসেছিলেন এই দম্পতি। ২০২৪ সালের ১১ জানুয়ারি আবু সাঈদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন এই অভিনেত্রী। মৌসুমী হামিদের স্বামী আবু সাঈদ লেখালেখি ও নির্মাণের সঙ্গে জড়িত।

জোভান
ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান। এই তারকা শিল্পী বিয়ে করেছেন ১২ জানুয়ারি। যা মৌসুমি হামিদের বিয়ের ঠিক পরের দিন। জোভানের স্ত্রী সাজিন আহমেদ নির্জনা সে সময় ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। দুই পক্ষের পারিবারিক সম্মতিতেই তাদের দেড় বছরের প্রেমের সম্পর্ক বিয়ে পর্যন্ত গড়ায়।

চমক
ছোটপর্দার অভিনেত্রী রুকাইয়া জাহান চমক মাত্র ৯ টাকা দেনমোহরে বিয়ে করে ভক্তদের চমকে দিয়েছিলেন। ছোট আয়োজনের মধ্য দিয়ে ২১ জুন ব্যবসায়ী আজমান নাসিরকে বিয়ে করেন তিনি। অভিনেত্রীর স্বামী পেশায় একজন ব্যবসায়ী। তবে অভিনয়ের সঙ্গেও যুক্ত রয়েছেন নাসির। চলতি বছরের এপ্রিলে ‘দ্য লাস্ট হানিমুন’ নাটকে চমকের সঙ্গে দেখা গেছে তার স্বামীকে।

নাজিয়া হক অর্ষা
ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী নাজিয়া হক অর্ষা বিয়ে করেন ১৪ জানুয়ারি। সেসময় স্বামীর সঙ্গে নিজের কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে সুখবর দিয়েছিলেন অভিনেত্রী নিজেই। সেই ছবি থেকেই জানা যায় নির্মাতা ও অভিনেতা মোস্তাফিজুর নূর ইমরানকে বিয়ে করেছেন অর্ষা। উভয় পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে ঘরোয়া আয়োজনে বিয়ে সেরেছিলেন তারা।

জিনাত সানু স্বাগতা
ছোটপর্দার অভিনেত্রী ও সংগীতশিল্পী জিনাত সানু স্বাগতা। ২৪ জানুয়ারি লন্ডন প্রবাসী প্রেমিক ড. হাসান আজাদকে বিয়ে করে নতুন জীবন শুরু করেছিলেন এই তারকা। স্বাগতার স্বামী সংগীতের সঙ্গে জড়িত এবং পেশায় একজন ব্যবসায়ী।

অর্চিতা স্পর্শিয়া
অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া বিয়ে করেন ১৩ ফেব্রুয়ারি। স্পর্শিয়ার বর সৈয়দ রিফাত নাওঈদ হোসেন সিলেটের ছেলে। তিনি একটি সফটওয়্যার প্রতিষ্ঠানের পরিচালক পদে কর্মরত আছেন। দুই পরিবারের সম্মতিতে কক্সবাজার সমুদ্র সৈকতে স্পর্শিয়ার গায়ে হলুদ ও বিয়ের আয়োজন হয় ইনানী সৈকতে।

সালহা খানম নাদিয়া
ছোটপর্দার পরিচিত মুখ অভিনেত্রী সালহা খানম নাদিয়া। ২১ জুন রাতে ফেসবুক পেজে বরের সঙ্গে নিজের ছবি পোস্ট করে বিয়ের খবর প্রকাশ করেন অভিনেত্রী। বরের নাম সালমান আরাফাত। তারা দু’জন আগে থেকেই পরিচিত ছিলেন। সালমান আরাফাত টক ও বিজ্ঞানপচিত্রে নিয়মিত কাজ করেন।

সহীদ উন নবী
বিয়ের দুই বছর পর গত ৮ অক্টোবর এ খবর প্রকাশ করেন নির্মাতা ও অভিনেতা সহীদ উন নবী। তার স্ত্রীর নাম লামিয়া। তিনি শোবিজের কেউ নন। একটি প্রাইভেট ইউনিভার্সিটিতে ইংরেজিতে অনার্স করছেন। প্রথমে বিয়ের বিষয় গোপন রাখার ব্যাপারে সহীদ উন নবী বলেন, দুই বছর আগে আজকের দিনেই বিয়ে করেছি আমরা। কিন্তু আমার স্ত্রীর বাবা বিয়ে কোনোভাবেই মেনে নিতে চাননি। এ জন্য দুই বছর আমরা অপেক্ষা করলাম। কিন্তু এখনো তিনি আমাদের বিয়ে তিনি মেনে নেননি। তাই আজ সব অপেক্ষার অবসান করে বিবাহবার্ষিকী দিন থেকেই নতুনভাবে শুরু করলাম।

শিরিন শিলা
ঢাকাই ছবির আলোচিত নায়িকা শিরিন শিলা বিয়ে করেছেন ১০ অক্টোবর। ঘরোয়াভাবে রেজিস্ট্রি বিয়ে হয় নায়িকার। তার বরের নাম আবিদুল মোহাইমিন সাজিল। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে ফার্মেসিতে স্নাতক সম্পন্ন করেছেন তিনি। পেশায় সাজিল একজন ফার্মাসিস্ট। এ ছাড়া ট্রাভেল এজেন্সির ব্যবসাও রয়েছে তার।

সুজানা জাফর
দীর্ঘদিন একা থাকার পর চলতি বছরের ২৮ অক্টোবর বিয়ের খবর জানান মডেল ও অভিনেত্রী সুজানা জাফর। ওই সময় জানা যায়, তার স্বামীর নাম সৈয়দ হক। তখন সংবাদমাধ্যমকে এ অভিনেত্রী জানান, গত ২২ আগস্ট দুবাই কোর্টে বিয়ে করেছেন তারা। স্বামী সৈয়দ হকও দুবাইতে থাকেন। পেশায় দুবাইয়ের একজন ব্যবসায়ী। তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল না এবং পারিবারিক আয়োজনে বিয়ে সম্পন্ন হয়েছে তাদের।

তৌহিদ আফ্রিদি
গত ১২ নভেম্বর রাতে সোশ্যাল মিডিয়াসহ বিভিন্ন মাধ্যমে ইউটিউবার তৌহিদ আফ্রিদির একগুচ্ছ বিয়ের ছবি ছড়িয়ে পড়ে। এর কদিন পর সংবাদমাধ্যমকে তৌহিদ আফ্রিদি জানান, তাদের কাবিন হয়েছে। পারিবারিক আয়োজনে হয়েছে সব। অনুষ্ঠানে দুই পরিবারের সদস্যরাই উপস্থিত ছিলেন। তার স্ত্রীর নাম রামিসা আল রিসা।

তামিম মৃধা
২৩ ফেব্রুয়ারি নিজের দ্বিতীয় বিয়ের কথা জানান তরুণ ইউটিউবার ও ছোটপর্দার অভিনেতা তামিম মৃধা। রাজধানীর মিরপুরে ডিওএইচএস সেন্ট্রাল মসজিদে জুমার নামাজের পর বিয়ে করেন তারা। তার স্ত্রী রাইসা ইসলামের সঙ্গে দেড় বছরেরও বেশি সময়ের পরিচয় ছিল তার। সম্পর্কটা প্রথমে ভাল লাগা ও পরে তা বিয়ে পর্যন্ত গড়ায়।

সাবরিনা সুলতানা কেয়া
গত ২৮ নভেম্বর বিয়ে করেন এক সময়ের চিত্রনায়িকা সাবরিনা সুলতানা কেয়া। তার স্বামীর নাম মোস্তাক কিবরিয়া। তিনি পেশায় একজন ব্যবসায়ী। ওই দিন সোশ্যাল মিডিয়া ফেসবুক ভেরিফায়েড পেজে এ নায়িকা লেখেন, ‘আলহামদুলিল্লাহ। বিয়ে করলাম, সবাই আমাদের জন্য দোয়া করবেন।

তানজিকা আমিন
গত ৬ ডিসেম্বর বিয়েবন্ধনে আবদ্ধ হন অভিনেত্রী তানজিকা আমিন। রাজধানী ঢাকার বেইলি রোডে তাদের বাসায় বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এতে দুই পরিবারের ঘনিষ্ঠজনরা উপস্থিত ছিলেন। বিশেষ এই দিনে মায়ের বিয়ের শাড়ি পরেছিলেন অভিনেত্রী। তার স্বামীর নাম সাইফ বাসুনিয়া। দীর্ঘ ২৫ বছরের বেশি সময় ধরে অস্ট্রেলিয়ার সিডনিতে থাকেন তিনি। অভিনেত্রী তানজিকা তখন জানান, ২০১৮ সাল থেকে তাদের মধ্যে পরিচয়। তবে কখনো সাইফকে বিয়ে করবেন কখনো এমনটা ভাবেননি। পরবর্তীতে তাদের বন্ধুত্ব হয়। সেই বন্ধুত্ব যে প্রেম-বিয়েতে গড়াবে, তাও ভাবনায় ছিল না অভিনেত্রীর।

শারমীন জোহা শশী
সব শেষ গত ১৬ ডিসেম্বর বিজয় দিবসের দিনে বিয়ের পিঁড়িতে বসেন ‘হাজার বছর ধরে’ সিনেমার ‘টুনী’ চরিত্রে অভিনয় করা অভিনেত্রী শশী। বর খালিদ হোসাইন অভি ব্রডকাস্টিং মিডিয়া অ্যান্ড কোম্পানির সঙ্গে জড়িত। পেশায় একজন ডাবিং ডিরেক্টর। আবার অনেক সিরিজ, কার্টুন, অ্যানিমেশনে ভয়েস দিয়েছেন তিনি। বিয়ের খবর নিশ্চিত করে অভিনেত্রী তখন জানান, ‘রিপ্লাই ১৯৮৮’ সিরিজের মাধ্যমে আমাদের বন্ধুত্বের শুরু। আর বর্তমানে তা আজীবনের বন্ধনে রূপ নিল।
