ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

কিশোরগঞ্জে ভুল ইনজেকশনে ২ রোগীর মৃত্যুর অভিযোগ

হাসপাতালে ভারপ্রাপ্ত পরিচালক হেলিস রঞ্জন সরকার জানান, এ ঘটনার পর অভিযুক্ত ওই সিনিয়র নার্স নাদিরাকে প্রত্যাহার করা হয়েছে। এ ঘটনায় পাঁচ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

 

আপডেট : ১৫ জানুয়ারি ২০২৫, ০৪:০৩ পিএম

কিশোরগঞ্জের একটি হাসপাতালে নার্সের ভুল ইনজেকশন পুশের কারণে দুই রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে।  বুধবার (১৫ জানুয়ারি) সকালে জেলার শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন- মল্লিক ও জহিরুল ইসলাম।

কিশোরগঞ্জে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেলের ভারপ্রাপ্ত পরিচালক হেলিস রঞ্জন সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, মঙ্গলবার ওই দুই রোগী মল্লিক ও জহিরুল ইসলাম হারনিয়া অপারেশনের জন্য হাসপাতালে ভর্তি হন। সিনিয়র স্টাফ নার্স নাদিরা ওই দুই রোগীকে ওটিতে না নিয়ে ওয়ার্ডে অ্যানেসথেসিয়া পুশ করেন। এর আধাঘণ্টা পরই ওই ওয়ার্ডে জ্ঞান হারিয়ে তারা মারা যান।

হাসপাতালে ভারপ্রাপ্ত পরিচালক হেলিস রঞ্জন সরকার জানান, এ ঘটনার পর অভিযুক্ত ওই সিনিয়র নার্স নাদিরাকে প্রত্যাহার করা হয়েছে। এ ঘটনায় পাঁচ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

 

RA
আরও পড়ুন