ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

মার্কিন সুপ্রিম কোর্টে ‘টিকটক’ নিষিদ্ধের আইন বহাল

আপডেট : ১৭ জানুয়ারি ২০২৫, ১০:৪৭ পিএম

জাতীয় নিরাপত্তার স্বার্থে টিকটকের চীনা মালিকানা কোম্পানি বাইটড্যান্স অ্যাপটি বিক্রি না করলে যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ করার আইন শুক্রবার বহাল রেখেছে দেশটির সুপ্রিম কোর্ট। বিচারপতিরা ৯-০ সংখ্যাগরিষ্ঠতায় এ রায় দেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

রায়ে বলা হয়েছে, জাতীয় নিরাপত্তা ইস্যুতে কংগ্রেস যথাযথ পদক্ষেপ নিয়েছে। তবে ১৭০ মিলিয়ন আমেরিকানের জন্য টিকটক একটি গুরুত্বপূর্ণ মাধ্যম।

আইনটি ২০২২ সালে কংগ্রেসে ব্যাপক সমর্থন পেয়ে পাস হয় এবং প্রেসিডেন্ট জো বাইডেন তা অনুমোদন করেন। আদালত জানায়, এটি যুক্তরাষ্ট্রের সংবিধানের প্রথম সংশোধনীর বাকস্বাধীনতার অধিকার লঙ্ঘন করে না।

হোয়াইট হাউজের মুখপাত্র করিন জ্যাঁ-পিয়ের জানান, আইন কার্যকরের বিষয়ে পরবর্তী প্রশাসন ব্যবস্থা নেবে। ডোনাল্ড ট্রাম্প সোমবার প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর এ বিষয়ে সিদ্ধান্ত নিতে পারেন।

টিকটক বলেছে, যদি বিক্রির শেষ সময়সীমা বাড়ানো না হয় অ্যাপটি রবিবার থেকে বন্ধ করার পরিকল্পনা রয়েছে। এ পরিস্থিতিতে গুগল, অ্যাপলসহ টিকটকের সেবা প্রদানকারী কোম্পানিগুলোর ভূমিকা অনিশ্চিত।

জাতীয় নিরাপত্তার জন্য যুক্তরাষ্ট্রের উদ্বেগের প্রেক্ষাপটে আদালত জানায়, চীন দীর্ঘদিন ধরে মার্কিন ব্যক্তিদের তথ্য সংগ্রহ ও গোয়েন্দা কার্যক্রম পরিচালনা করছে। টিকটক ও বাইটড্যান্সের চ্যালেঞ্জের মুখে ডিসেম্বরে নিম্ন আদালতেও রায় আইনটির পক্ষে ছিল।

রিপাবলিকান নেতা মাইক ওয়াল্টজ বলেছেন, টিকটক নিষিদ্ধ না করে বিক্রির চুক্তির জন্য অতিরিক্ত সময় দেওয়া হতে পারে। তবে নতুন প্রশাসন কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে টিকটক পরিচালনার পরিকল্পনা করছে।

MMS
আরও পড়ুন