মেডিকেল ও ডেন্টার কলেজে মুক্তিযোদ্ধাসহ সবধরনের কোটা বাতিল ও ভর্তি পরীক্ষার ফল বাতিল করে পুনরায় তা প্রকাশের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা।
সোমবার (২০ জানুয়ারি) রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে আন্দোলনরত শিক্ষার্থীরা মুক্তিযোদ্ধা কোটা বাতিল করে ফল পুনঃপ্রকাশ না করলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন।
সমাবেশে আন্দোলতরত শিক্ষার্থীরা বলেন, মেডিকেল, ডেন্টাল ও সব বিশ্ববিদ্যালয় এবং স্কুলসহ সব শিক্ষার্থী বলতে চাই, সবার পক্ষ থেকে একটা দাবি জানাতে চাই, আমাদের আজকের দিনের মতো একটা যে দাবি ছিল, মেডিকেলের যে ফল প্রকাশ করা হয়েছে তা আজকের মধ্যে বাতিল করতে হবে। শুধু বাতিল করলে চলবে না, মুক্তিযোদ্ধা নামক কোটা রেখে এ প্রহসনকে বাতিল করে ফল পুনঃপ্রকাশ করতে হবে। আমরা মেডিকেল ও ডেন্টালে কোনো মুক্তিযোদ্ধা কোটা চাই না। অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গেও কথা বলে জেনেছি, তারা এটা চান না।
সকাল সাড়ে ১১টার দিকে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হন শিক্ষার্থীরা। কোটা বাতিলের দাবিতে দেয়া স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে শহীদ মিনার প্রাঙ্গণ।
কোটার কারণে প্রকৃত মেধাবীরা বঞ্চিত হচ্ছেন উল্লেখ করে আন্দোলনরত শিক্ষার্থীরা আরও জানান, চিকিৎসক হতে চাইলে যোগ্যতার কোনো বিকল্প নেই। প্রতিযোগিতায় অযোগ্য শিক্ষার্থীদের সুযোগ দিলে ভবিষ্যতে চিকিৎসা ব্যবস্থা ঝুঁকির মুখে পড়বে বলে মনে করেন।
স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের এক শিক্ষার্থী বলেন, আগে মেডিকেল ভর্তি পরীক্ষায় কোটা থাকলেও সেখানে কাট মার্কের চেয়ে ১-২ মার্কের কম চান্স পেত। কিন্তু এ বছর নাতি-নাতনি কোটায় কাট মার্কের চেয়ে ৩০-৩৫ কম পেয়েও সরকারি মেডিকেলে চান্স পেয়েছে। এটা আমরা মেনে নিতে পারি না, মানব না। আমরা মুক্তিযোদ্ধা কোটাসহ সব ধরনের কোটার বিলুপ্তি চাই।
সোমবার ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হয়।
৩৫ প্রত্যাশীদের আবারও শাহবাগে সমাবেশ