ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

পাগলের প্রলাপের মতো গুজব ছড়ানো হচ্ছে: আসিফ নজরুল

বৃহস্পতিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে অন্তর্বর্তী সরকারের একাধিক উপদেষ্টা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের নিয়ে গুজব ছড়ানো হয়। 

আপডেট : ২৪ জানুয়ারি ২০২৫, ০৫:৪৯ পিএম

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের বিরুদ্ধে পাগলের প্রলাপের মতো গুজব ছড়ানো হচ্ছে বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। একইসাথে তাদের বিরুদ্ধে ছড়ানো গুজবে কান না দেওয়ার আহ্বানও জানান তিনি।

শুক্রবার (২৪ জানুয়ারি) দুপুরে নিজের ফেসবুকে এক পোস্টে তিনি এ আহ্বান জানান। 

খবর সংযোগের পাঠকদের জন্য আসিফ নজরুলের পোষ্টটি হুবহু তুলে ধরা হল-

আসিফ নজরুল পোস্টে লিখেন, ‘পাগলের প্রলাপের মতো গুজব ছড়ানো হচ্ছে। এসবে কান দিবেন না। আমরা সবাই ভালো আছি। নিজ নিজ জায়গায় আছি। আলহামদুলিল্লাহ।’

এর আগে, বৃহস্পতিবার রাতে স্যোশাল মিডিয়ায় অন্তর্বর্তী সরকারের একাধিক উপদেষ্টা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের নিয়ে গুজব ছড়ানো হয়। তারা দেশ ছেড়েছেন বলে পোস্ট করা হয় বিভিন্ন আইডি ও পেজ থেকে। এই গুজব নিয়ে নিজের মন্তব্য জানালেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।

সম্প্রতি সমাজ মাধ্যমে সমন্বয়কদের বিরুদ্ধে নানা দুর্নীতির অভিযোগ উঠেছে। এ তালিকা থেকে বাদ পড়েননি হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলমদের নাম। 

NC
আরও পড়ুন