ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

সাবেক র‌্যাব মহাপরিচালক হারুনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

অভিযোগের জবাবে র‌্যাবের দাবি, বিক্ষোভ চলাকালে তাদের হেলিকপ্টার থেকে শুধু কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছোড়া হয়েছে। কিছু মহল ইচ্ছাকৃতভাবে হেলিকপ্টার ব্যবহারকে বিতর্কিত করার চেষ্টা করছে।’

আপডেট : ২৬ জানুয়ারি ২০২৫, ০৪:০৬ পিএম

জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধ ও গুমের অভিযোগে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সাবেক মহাপরিচালক মো. হারুন অর রশিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)।

রোববার (২৬ জানুয়ারি) জুলাই এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল হারুন অর রশিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

প্রসিকিউশন ট্রাইব্যুনালকে জানায়, হারুন অর রশিদ র‌্যাব মহাপরিচালক থাকাকালে জুলাই আন্দোলনে শিক্ষার্থীদের ওপর গুলি চালানোর জন্য র‌্যাবের হেলিকপ্টার ব্যবহার করা হয়েছিল। প্রাথমিক তদন্তে দেখা গেছে, এই নির্দেশ প্রদানের ক্ষেত্রে সাবেক র‌্যাবপ্রধানের দায় আছে।

আন্দোলন চলাকালীন হেলিকপ্টার থেকে গুলি ছোড়ার অভিযোগের জবাবে র‌্যাব সদর দপ্তর থেকে পাঠানো এক বিবৃতিতে দাবি করা হয়, বিক্ষোভ চলাকালে তাদের হেলিকপ্টার থেকে শুধু কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছোড়া হয়েছে।

বিবৃতিতে গুলি ছোড়ার অভিযোগ অস্বীকার করে বলা হয়, ‘কিছু মহল ইচ্ছাকৃতভাবে হেলিকপ্টার ব্যবহারকে বিতর্কিত করার চেষ্টা করছে।’

Fj
আরও পড়ুন