জঙ্গি নাটক সাজিয়ে ৯ তরুণ হত্যা: হাসিনাসহ ৮ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

আপডেট : ২৯ জানুয়ারি ২০২৬, ০১:২৭ পিএম

রাজধানীর কল্যাণপুরে ‘জাহাজবাড়িতে’ তথাকথিত জঙ্গি নাটক সাজিয়ে ৯ তরুণকে হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৮ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ দাখিল করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ প্রসিকিউশনের পক্ষ থেকে এই আনুষ্ঠানিক অভিযোগ জমা দেওয়া হয়।

মামলার উল্লেখযোগ্য অন্য আসামিরা হলেন- সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী (আসাদুজ্জামান খান কামাল), সাবেক আইজিপি শহিদুল হক, সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া, সাবেক এসবি প্রধান মনিরুল ইসলাম এবং পুলিশের আরও কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা।

প্রসিকিউশনের অভিযোগে বলা হয়েছে, ২০১৬ সালের ২৫ জুলাই রাজধানীর কল্যাণপুরের ‘জাহাজবাড়ি’ নামের একটি বাড়িতে ৯ তরুণকে হত্যার ঘটনাটি ছিল একটি সুপরিকল্পিত নাটক। আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় টিকিয়ে রাখতে এবং জনমনে ভয়ের সংস্কৃতি তৈরি করতে পুলিশের তৎকালীন শীর্ষ কর্মকর্তারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছিলেন।

তদন্তে উঠে এসেছে, নিহত ৯ তরুণকে আগে থেকেই দেশের বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার করা হয়েছিল। কেউ কেউ দুই থেকে তিন মাস ধরে ডিবি বা পুলিশ হেফাজতে ছিলেন। ঘটনার রাতে একটি পরিকল্পিত ‘ব্লক রেইডের’ আড়ালে তাদের ওই বাড়িতে নিয়ে যাওয়া হয় এবং সোয়াত ও সিটিটিসি টিমের মাধ্যমে গুলি চালিয়ে হত্যা করা হয়। পরে একে ‘জঙ্গি আস্তানায় অভিযান’ হিসেবে প্রচার করা হয়।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, তৎকালীন শাসনামলে ইসলামিক ভাবধারার তরুণদের ‘জঙ্গি’ তকমা দিয়ে বিচারবহির্ভূতভাবে হত্যা করা একটি নিয়মিত বিষয়ে পরিণত হয়েছিল। এ ধরনের ঘটনার মাধ্যমে বিরোধী মত দমন ও সাধারণ মানুষের মধ্যে ত্রাস সৃষ্টি করা হতো। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এখন এই অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনি প্রক্রিয়া শুরু করবে।

FJ
আরও পড়ুন
সর্বশেষপঠিত