‘আমরা নির্বাচনি জেনোসাইড বা নির্বাচনি গণহত্যা চাই না’ বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ‘দেশে নির্বাচনের আগে অনেকগুলো মৌলিক সংস্কার প্রয়োজন। মৌলিক সংস্কার করা না গেলে সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে না। এই অবস্থায় নির্বাচন দেওয়া হলে এটা হবে নির্বাচনি জেনোসাইড।’
রোববার (৯ ফেব্রুয়ারি) বিকেলে সিলেট মহানগর জামায়াত আয়োজিত শিক্ষা উপকরণ প্রদান অনুষ্ঠান শেষে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘আমরা অতীত নিয়ে কামড়াকামড়ি করতে চাই না। ভবিষ্যৎ নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে চাই। দেশ স্বাধীনের পর থেকে কখনো একটু ভালো হয়েছে, কখনো খারাপ হয়েছে। কিন্তু খুব ভালো কখনো ছিল না। খুব ভালো কখনো হবে না। যতক্ষণ পর্যন্ত রাজনৈতিক নেতাদের সিদ্ধান্ত সঠিক না হবে, ততক্ষণ পর্যন্ত শান্তি আসবে না।’
অপারেশন ডেভিল হান্ট প্রসঙ্গে জামায়াতের আমির বলেন, ‘ডেভিল আছে এই সমাজে। সেই ডেভিল হান্ট যদি হয় তবে দেশের ১৮ কোটি মানুষ যৌথবাহিনীর যারা অভিযান পরিচালনা করবেন তাদের জন্য দোয়া করবে এবং তাদের সঙ্গে থাকবে।’
তিনি আরও বলেন, ‘নির্বাচিত সরকার সবসময় ভাল হয় না। নির্বাচিত সরকার দাবি করে ১৫ বছর ফ্যাসিস্টরা ক্ষমতা আঁকড়ে ছিল। তারাই তো দেশের এ অবস্থা করে গেছে। সরকার নির্বাচিত হলেই যে ভাল হবে, তা বলা যাবে না। ভাল সরকার হতে হলে ভাল মানুষের দ্বারা সরকার গঠিত হবে। যাদের অতীত ভাল, বর্তমান ভাল- তাদের দিয়েই ভবিষ্যৎ ভাল হবে- এটা আশা করা যায়।’
ডা. শফিকুর জানান, ‘জামায়াত এখনো অফিসিয়ালি প্রার্থী ঘোষণা করেনি। এটা প্রাথমিক সিলেকশন। ইলেকশন এখনো অনেক দূর। ইলেকশন কাছে এলে দল ফাইনাল সিদ্ধান্ত নেবে। তখন যাদের নমিনেশন দেবে তারাই প্রার্থী হবে।’
সিলেট মহানগর জামায়াতের আমির মো. ফখরুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি মো. শাহজাহান আলীর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন দৈনিক জালালাবাদ সম্পাদক মুকতাবিস-উন-নূর, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সুলতান আহমদ, জামায়াতের সিলেট অঞ্চল টিম সদস্য হাফিজ আব্দুল হাই হারুন।
সভাপতির বক্তব্যে মুহাম্মদ ফখরুল ইসলাম বলেন, ‘প্রচলিত শিক্ষার সঙ্গে নৈতিকতার সমন্বয় হলে আদর্শবান ভালো মানুষ গড়ে উঠবে। সেদিকে আমাদের অভিভাবক ও শিক্ষকদের গুরুত্ব দেওয়া উচিত।’
এর আগে নগরীর কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের শহীদ সোলেমান হলে সিলেট মহানগর জামায়াতের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
গণহত্যার বিচার অবশ্যই আগে, পরে অন্যকাজ: জামায়াত আমির
নির্বাচন পরে, আগে গুম-হত্যার বিচার করতে হবে: জামায়াত আমির