তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে ‘জাগো বাহে তিস্তা বাঁচাই’ স্লোগানে রংপুর বিভাগের পাঁচ জেলার তিস্তার বালু চরের ১১ স্থানে হাজার হাজার মানুষ শীতকে উপেক্ষা করে রাত্রি যাপন করেছে।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটির প্রধান সমন্বয়কারী, বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবীব দুলুর নেতৃত্বে তিস্তা রেলসেতু মঞ্চ থেকে বিশাল পদযাত্রা বের হয়ে রংপরের কাউনিয়া বাসস্ট্যান্ড হয়ে একই স্থানে গিয়ে শেষ হয়।

পরে বিশ্ববাসীকে তিস্তার নদীর পানির গভীরতা দেখাতে নদীর হাঁটু পানিতে নেমে প্লাকাড প্রদর্শন করে আন্দোলনরতরা।
অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণকারীরা জানায়, নদী ভাঙনে সব আবাদি কৃষি জমি বিলিন হয়ে গেছে। প্রতি বছর বাড়ি ঘর সরাতে হয়। তিস্তা মহাপরিকল্পনা হলে সব জমিতে আবাদ হবে। আগে অনেকবার মহাপরিকল্পনা হবার কথা শুনলেও বাস্তবায়নের করতে পারেনি বিগত সরকার। বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে দ্রুত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি জানান তারা।
অধ্যক্ষ আসাদুল হাবীব দুলু বলেন, তিস্তা চুক্তি ও মহাপরিকল্পনা বাস্তবায়ন কোন ব্যক্তি, গোষ্ঠী বা কোন রাজনৈতিক দলের নয়। এটি রংপুরবাসীর আন্দোলন। ৪৮ ঘণ্টার কর্মসূচি বাস্তবায়নে শীতকে উপেক্ষা করে তিস্তার চরে হাজার হাজার মানুষ তাবুতে বিছানা বিছিয়ে রাত্রিযাপন করেছে। তাদের সকলের দাবি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হোক। তিস্তার করাল গ্রাস থেকে এই অঞ্চলের মানুষ মুক্তি পাক।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর থেকে টানা ৪৮ ঘণ্টার লাগাতার কর্মসূচি পালন করার জন্য দূর দূরান্ত থেকে নদী পাড়ে আসে মানুষজন। সেখানে দুপুর থেকে গভীর রাত পর্যন্ত চলে আলোচনা সভা, নাটক, লোকজ গান পরিবেশন শেষে বালু চরে বিছানা পেতে রাত্রি যাপন করে মানুষজন।
