বাংলাদেশ-পাকিস্তান ম্যাচে বৃষ্টির কারণে দুপুর আড়াইটায় টস অনুষ্ঠিত হয়নি। ৩টায় ম্যাচ শুরু হওয়ার কথা থাকলেও কখন শুরু হবে, সেটা নিয়েও আছে অনিশ্চয়তা।
মাঝে থামলেও বৃষ্টি আবারও হানা দেয়। যে কারণে আড়াইটায় টস অনুষ্ঠিত হয়নি। বাংলাদেশ সময় বেলা ৩টায় আম্পায়াররা মাঠ পর্যবেক্ষণ করবেন।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের দুঃস্বপ্নের সময় কাটছে। প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে হেরে কোণঠাসা হয়ে পড়া দলটির পরের ম্যাচেও নিউজিল্যান্ডের বিপক্ষেও ব্যাটিং ব্যর্থতায় হেরে যায়। টানা দুই হারে আসর থেকে ছিটকে গেছে বাংলাদেশ, তাই পাকিস্তানের বিপক্ষে শেষ ম্যাচটি তাদের কাছে নিতান্তই নিয়ম রক্ষার।
কিন্তু এই নিয়ম রক্ষার ম্যাচটি মাঠে গড়ানো নিয়ে শঙ্কা জেগেছে। ইসলামাবাদে কাল রাত থেকে বৃষ্টি হচ্ছে, যা এখনও থামেনি। সকালে কিছুক্ষণের জন্য থামলেও আকাশ ছিল মেঘাচ্ছন্ন। রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে এখনও বৃষ্টি হচ্ছে, উইকেট কভার দিয়ে ঢেকে রাখা হয়েছে।
দুই ম্যাচ হেরে বাংলাদেশ বিদায় নিয়েছে, এই ম্যাচ থেকে বিশেষ কিছু পাওয়ার নেই বাংলাদেশের। যদিও দ্বিতীয় ম্যাচ হারের পর বাংলাদেশ অধিনায়ক শান্ত জানিয়েছিলেন, পাকিস্তানের বিপক্ষে ম্যাচটিও তাদের কাছে গুরুত্বপূর্ণ। এই ম্যাচ থেকে আত্মবিশ্বাস সঞ্চয়ের লক্ষ্য তাদের।
নিউজিল্যান্ডের বিপক্ষে ৭৭ রানের ইনিংস খেলা শান্ত চ্যাম্পিয়ন্স ট্রফি মিশনের শেষ অংশ নিয়ে বলেছিলেন এভাবে, 'অবশ্যই আমি মনে করি সেটা (পাকিস্তান) গুরুত্বপূর্ণ ম্যাচ। আমরা যদি ভালোভাবে শেষ করতে পারি, তাহলে অনেক আত্মবিশ্বাস দেবে। তবে ব্যাটিং ও ফিল্ডিং বিভাগে আমাদের অনেক উন্নতি প্রয়োজন। আশা করি, পরের ম্যাচে ব্যাটিং ও ফিল্ডিং আরও ভালো হবে।'
বাংলাদেশ-পাকিস্তান লড়াইয়ে বৃষ্টির শঙ্কা, ম্যাচ হবে তো?