ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

টাঙ্গাইলে বাসে ডাকাতি, গ্রেপ্তার ৪

‘২৫ ফেব্রুয়ারি ভোর রাতে  টাঙ্গাইলের ঘাটাইলের মালিরচালা এলাকায় সড়কে গজারি গাছ ফেলে অবরোধ করে শিক্ষাসফরে যাওয়ার উদ্দেশ্যে রওনা  হওয়া চারটি বাসে ডাকতির ঘটনা ঘটে।’

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:১০ পিএম

টাঙ্গাইলের ঘাটাইলে শিক্ষা সফরের চারটি বাসে ডাকাতির ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে লুট করা নগদ অর্থ ও মালামাল উদ্ধার করা হয়। 

গ্রেপ্তারকৃতরা হলো- টাঙ্গাইলের ঘাটাইলের আব্দুল খালেকের ছেলে আয়নাল হক (৪১), মিন্নত আলীর ছেলে মো. ফজলু, বছির উদ্দিনের ছেলে আয়নাল হক (৩৭) ও  আরফান আলীর ছেলে নাসির (৩৫)। 

অন্যান্য আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ সুপার মিজানুর রহমান।

গত ২৫ ফেব্রুয়ারি ভোরে টাঙ্গাইলের ঘাটাইলের মালিরচালা এলাকায় সড়কে গজারি গাছ ফেলে অবরোধ করে শিক্ষাসফরে যাওয়ার উদ্দেশ্যে রওনা  হওয়া চারটি বাসে ডাকতির ঘটনা ঘটে। এ সময় তারা প্রায় অর্ধ লাখ টাকা, মোবাইল ও স্বর্ণালংকার লুট করে নেয়। 

জানা যায়, ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার সোয়াইতপুর উচ্চ বিদ্যালয়ের চারটি বাস শিক্ষাসফরের উদ্দেশ্যে নাটোরে যাচ্ছিলেন। পথে সাগরদিঘী-ঘাটাইল সড়কে গজারি গাছ ফেলে তাদের বাস আটকায় একদল সশস্ত্র ডাকাত। গাছ ফেলে সড়ক অবরোধ করে বাসে থাকা যাত্রীদের অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতদল নগদ টাকা, স্বর্ণালংকার, মোবাইল ফোনসহ মূল্যবান সামগ্রী লুটে নেয়। এব্যপারে ঘাটাইল থানায় মামলা দায়ের করা হয়। 

AA
আরও পড়ুন