ঢাকা
বুধবার, ২৬ নভেম্বর ২০২৫, ১১ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

কিয়ারা-সিদ্ধার্থ দম্পতির ঘরে আসছে নতুন অতিথি

আপডেট : ০১ মার্চ ২০২৫, ০৯:০০ পিএম

বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি। বেশ কিছু দিন ধরেই লাইমলাইট থেকে খানিক দূরে ছিলেন তিনি। সম্প্রতি সামাজিক যোগাযোগা মাধ্যমে সুখবর দিয়ে এই নায়িকা জানালেন প্রথমবার মা হতে যাচ্ছেন তিনি।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি ছবি শেয়ার করেন কিয়ারা। ছবিতে দেখা যায় কিয়ারা ও সিদ্ধার্থ মালহোত্রার হাতের ওপর পায়ের দুটি মোজা। এতেই সবাই বঝে যায় এই দম্পতির ঘরে আসছে নতুন অতিথি। এরপর ছবির ক্যাপশনে কিয়ারা জুড়ে দেন, ‘আমাদের জীবনের সবচেয়ে বড় উপহার আসছে। তারপর ইমোজির মাধ্যমে তিনি আরও বুঝিয়ে দেন ৬ মাসও হয়ে গেছে মাতৃত্বের।

Kiara Advani-Sidharth Malhotra announce pregnancy with a cute post: 'The  greatest gift of our...' – Firstpost

২০২৩ সালের ৭ ফেব্রুয়ারি বিয়ে করেন কিয়ারা ও সিদ্ধার্থ। জাকজমকপূর্ণ বিয়ে হয়েছিল তাদের। রাজস্থানের জয়সালমিরের প্রাসাদে বসেছিল তাদের বিয়ের আসর। হাজির ছিলেন বলিউডের নামজাদা তারকারাও। 

কিয়ারার আগে আলিয়া ভাটের সঙ্গে সম্পর্কে ছিলেন সিদ্ধার্থ। সেই সম্পর্কে বিচ্ছেদের পর 'শেরশাহ' নামক এক ছবির অফার আসে তার কাছে। আর সেখানেই কিয়ারা ছিলেন বিপরীতে। শেরশাহের অভিনয় করতে গিয়েই কাছাকাছি আসেন দুজনে। তারপরের গল্পটা চেনা। বন্ধুত্ব, প্রেম, বিয়ে। 

Kiara Advani And Sidharth Malhotra Light Up Manish Malhotra's Diwali Party

ক্যারিয়ারের সুন্দর সময় পার করছেন কিয়ারা। বি-টাউনের পাশাপাশি দক্ষিণের ইন্ডাস্ট্রিতেও কাজ করেছেন তিনি। এবার কন্নড় ইন্ডাস্ট্রিতে অভিষেক হতে যাচ্ছে এই নায়িকার। ছবির নাম ‘টক্সিক’। গীতু মোহনদাস পরিচালিত এই ছবিতে তার বিপরীতে থাকবেন দক্ষিণী সুপারস্টার যশ। এটি কিয়ারার ক্যারিয়ারের প্রথম দ্বিভাষিক সিনেমা, যেখানে তিনি ইংরেজি ও কন্নড় দুই ভাষাতেই সংলাপ বলবেন। এর মাঝেই তিনি দিলেন নতুন সুখবর।

NC
আরও পড়ুন