ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ৩ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

পল্টনে হিযবুত তাহরীরের মিছিল, ধাওয়া-পাল্টা ধাওয়ায় রণক্ষেত্র

শুক্রবার (৭ মার্চ) জুমার নামাজের পর পুলিশের বাধা অতিক্রম করে ‘মার্চ ফর খিলাফত’ ব্যানারে মিছিল বের করে নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীর।

আপডেট : ০৭ মার্চ ২০২৫, ০৩:৪৭ পিএম

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতার মধ্যেই রাজধানীর বায়তুল মোকাররম থেকে বিজয়নগরের দিকে মিছিল বের করে নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীর। এ সময় টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছোড়ে পুলিশ। এতে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়।

শুক্রবার (৭ মার্চ) জুমার নামাজের পর পুলিশের বাধা অতিক্রম করে ‘মার্চ ফর খিলাফত’ ব্যানারে মিছিল বের করে নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীর।

মিছিলটি পল্টন থেকে বিজয়নগরের দিকে এলে পুলিশের বাধার মুখে পড়ে। তবে তার আগে প্রায় ১৫ মিনিট নির্বিঘ্নে মিছিল করে নিষিদ্ধ এই সংগঠন। পরে অবশ্য পুলিশ টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছুড়লে এক দফা ছত্রভঙ্গ হয়ে যায় হিযবুত তাহরীরের কর্মীরা। 

পরে আবার একত্রিত হয়ে মিছিল শুরু করার চেষ্টা চালায় তারা। তখন আবারও কয়েক রাউন্ড টিয়ার শেল নিক্ষেপ করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এ সময় হিজবুত তাহরীরের কর্মীদেরও ইট-পাটকেল ছুড়তে দেখা গেছে। 

মিছিল থেকে কয়েকজনকে আটক করা হয়।

 

KK
আরও পড়ুন