ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

গোলাপি বলে দিবারাত্রির বিসিএল আয়োজনের পরিকল্পনায় বিসিবি

আপডেট : ১১ মার্চ ২০২৫, ০৭:৩৬ পিএম

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবার দেশের মাটিতে প্রথমবারের মতো গোলাপি বলে দিবারাত্রির টেস্ট আয়োজনের পরিকল্পনা করছে। বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) আসন্ন আসরেই গোলাপি বলের ব্যবহার দেখা যেতে পারে বলে জানিয়েছেন বিসিবির টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আকরাম খান।

মূলত এপ্রিল-মে মাসের অতিরিক্ত গরমের কথা মাথায় রেখে বিসিবি দিবারাত্রির টুর্নামেন্ট আয়োজনের কথা ভাবছে। এতে করে ভবিষ্যতে গোলাপি বলে টেস্ট খেলার প্রস্তুতিও ভালোভাবে নেওয়া যাবে। আকরাম খান বলেন, ‘আমরা এটা বিবেচনা করছি। যেহেতু টুর্নামেন্টটি মে মাসে অনুষ্ঠিত হবে, তাই গরমের বিষয়টিও বিবেচনায় রাখতে হচ্ছে। গোলাপি বল ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তবে আমাদের এমন ভেন্যু লাগবে যেখানে ফ্লাডলাইট নিয়ে কোনো সমস্যা হবে না।’

তবে বিসিবির পক্ষ থেকে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়েছেন আকরাম খান। তিনি বলেন, ‘আমরা এখনো সিদ্ধান্ত চূড়ান্ত করিনি। হয়তো পিঙ্ক বল দিয়ে বিসিএল আয়োজন করা হতে পারে, কিংবা ভালো একটি টেস্ট ভেন্যুতে ম্যাচগুলো রাখা হতে পারে। জাতীয় দলের ক্রিকেটাররা অংশ নেবে নাকি পরের ধাপের খেলোয়াড়রা সুযোগ পাবে, সেটিও নির্ধারণ হয়নি।’

গোলাপি বলের ব্যবহার খেলোয়াড়দের দক্ষতা উন্নত করবে বলে মনে করেন দেশীয় কোচ সোহেল ইসলাম। তিনি বলেন, ‘লাল ও সাদার তুলনায় গোলাপি বলে খেলা সবচেয়ে চ্যালেঞ্জিং। হঠাৎ করে এই বলে খেলতে হলে প্রস্তুতি দরকার। ব্যাটাররা যেন বলের আচরণ বুঝতে পারে, বোলাররা যেন সুইং ও স্পিন কেমন হবে তা বুঝতে পারে, সেটাই গুরুত্বপূর্ণ। কিছু ম্যাচ খেললে অভিজ্ঞতা বাড়বে এবং শিখতে পারবে।’

বিসিবির এই উদ্যোগকে ইতিবাচক বলেই দেখছেন সোহেল ইসলাম। তিনি বলেন, ‘বিশ্ব ক্রিকেটে বিভিন্ন কন্ডিশনে বিভিন্ন ধরনের বল ব্যবহৃত হয়। ইংল্যান্ডে ডিউক, ভারতে এসজি, অন্য কোথাও কোকাবুরা বল ব্যবহৃত হয়। এসব বলের সঙ্গে মানিয়ে নেওয়া জরুরি, আর সেই অভিজ্ঞতা পেতে হলে গোলাপি বলে খেলার সুযোগ দরকার।’

বাংলাদেশ জাতীয় দল এখন পর্যন্ত একবারই গোলাপি বলে টেস্ট খেলেছে। ২০১৯ সালে কলকাতার ইডেন গার্ডেন্সে ভারতের বিপক্ষে সেই টেস্টে বাংলাদেশ ইনিংস ব্যবধানে হেরে গিয়েছিল।

আরও পড়ুন