ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

৯ বছরেও শনাক্ত হয়নি তনু হত্যার আসামি

আপডেট : ২০ মার্চ ২০২৫, ১২:৫২ পিএম

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যার ৯ বছর পূর্ণ হচ্ছে আজ ২০ মার্চ। দীর্ঘ এই সময়েও হত্যাকাণ্ডের কারণ কী এবং কারা এর সঙ্গে জড়িত উদঘাটন হয়নি। ফলে হতাশ হয়ে পড়েছে পরিবার।

মেয়ে হত্যার বিচার পেতে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাত্ এবং প্রয়োজনে আন্তর্জাতিক আদালতে মামলা করতে চান তনুর মা-বাবা।

তনুর স্বজনরা জানান, চার তদন্ত সংস্থার দপ্তর বদল হয়ে মামলাটি বর্তমানে তদন্ত করছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) সদর দপ্তর।

তবে পিবিআইর প্রধান কার্যালয়ের পরিদর্শক মো. তরিকুল ইসলাম বলেন, মামলাটি আমরা গুরুত্ব দিয়ে দেখছি। তদন্ত কার্যক্রম চলমান। আসামি শনাক্তের চেষ্টা চলছে।

তনুর মা আনোয়ারা বেগম বলেন, পিবিআইয়ের তদন্তকারী দলের সদস্যরা সর্বশেষ ২০২০ সালে ঘটনাস্থল পরিদর্শন করতে এসে কথা বলেছিলেন পরিবারের সঙ্গে। এরপর থেকে পরিবারের কারোর সঙ্গে কোনো যোগাযোগ করেননি তদন্তকারী সংস্থার কেউ। ফলে মামলার তদন্ত সম্পর্কে কিছুই জানে না পরিবার।

তনুর বাবা ইয়ার হোসেন বলেন, মেয়ে হত্যার ৯ বছর হলো; কিন্তু এই মামলার কোনো কূল-কিনারা হয়নি। বারবার মামলার তদন্ত কর্মকর্তা বদল ছাড়া আর কোনো অগ্রগতি আমাদের চোখে পড়ছে না। পিবিআই তদন্তভার পাওয়ার পর ভেবেছিলাম হত্যার বিচার পাব। কিন্তু এখনো খুনিই শনাক্ত হলো না।

তিনি আক্ষেপ করে বলেন, আমাদের জিজ্ঞাসাবাদের নামে হয়রানি করা হচ্ছে। আমি অসহায় এবং অর্থসম্পদ নেই বলে মামলার এই দুরবস্থা। মেয়ে হত্যার বিচার চাইতে আমি প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা ও আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা করতে চাই। দেশবাসীর কাছে বিচার চাই।

২০১৬ সালের ২০ মার্চ সন্ধ্যায় টিউশনি করতে গিয়ে বাসায় ফেরেননি তনু। পরে স্বজনরা খোঁজাখুঁজি করে রাতে বাসার অদূরে একটি জঙ্গলে তনুর মরদেহ পায়। পরেরদিন তার বাবা ইয়ার হোসেন বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় হত্যা মামলা করেন।

AHA/KK
আরও পড়ুন