জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শাখা ছাত্রদলের আহ্বায়ক সদস্য জোবায়েদ হোসাইন হত্যার ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।
সোমবার (২০ অক্টোবর) সন্ধ্যায় লালবাগ জোনের ডিসি মল্লিক আহসান উদ্দিন সামি গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
ডিসি মল্লিক আহসান উদ্দিন সামি বলেন, ‘বিশেষ অভিযানে এখন পর্যন্ত তিনজনকে আটক করা হয়েছে। তবে তদন্তের স্বার্থে এখনই তাদের নাম-পরিচয় প্রকাশ করা যাচ্ছে না। আগামীকাল সকালে আমরা বিস্তারিত ব্রিফিং করব।’
এ সময় অভিযুক্ত মাহির রহমানকে তার মা থানায় হস্তান্তর করেছেন কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এ বিষয়ে আমি কিছু জানি না। যা পাওয়া গেছে, কাল সকালে সব বিস্তারিত জানানো হবে।’
রোববার (১৯ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে পুরান ঢাকার নূরবক্স লেনের একটি বাসার সিঁড়িতে ছুরিকাঘাতে নিহত হন জোবায়েদ। তিনি বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী ছিলেন। তার মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ে শোক ও ক্ষোভ ছড়িয়ে পড়ে।
আমার ৫৮ বছরের জীবনের সব অর্জন শেষ: জোবায়েদের বাবা
জুবায়েদ হত্যার গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছে পুলিশ